মুর্শিদাবাদ: বিগত কয়েকদিন ধরে আর.জি.কর কান্ড নিয়ে উত্তাল সমগ্র বাংলা। আর এরই মাঝে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে মহিলাদের হেনস্তার খবর। এবার সামনে এল এরকমই ছাত্রী হেনস্তার ঘটনা। স্কুলের ভিরতেই চতুর্থ শ্রেনির ছাত্রীদের শ্লীলতাহানির (Molestation) অভিযোগ। অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষক (Headmaster)। অভিভাবকদের (Guardian) লিখিত অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কার ঘোলাকান্দি প্রাথমিক বিদ্যালয়ে। অভিভাবক (Guardian) সূত্রে জানা গিয়েছে, ঘোলাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (Headmaster) মহম্মদ ইসমাইল শেখ। বিগত কয়েকদিন ধরেই চতুর্থ শ্রেনির বেশ কয়েকজন ছাত্রীর (Students) সঙ্গে অশালীন আচরণ করছিলেন এই প্রধান শিক্ষক। শুধু তাই নয় এই কথা বাড়িতে জানালে তাঁদের স্কুল থেকে বের করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন ছাত্রীদের। ফলে ভয়ে ঘটনার কথা কাউকে জানায়নি ছাত্রীরা।
এরপর অত্যাচারের মাত্রা বাড়লে ঘটনাটি জানতে পারেন স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকেরা। এরপর তাঁরাই ছাত্রীদের বিষয়টি অভিভাবকদের জানানোর নির্দেশ দেন। ছাত্রীরা ঘটনাটি বাড়িতে জানালে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা (Guardian)। তড়িঘড়ি স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিভাবকেরা।
অভিভাবকদের (Guardian) লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রধান শিক্ষককে (Headmaster) গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা স্কুল চত্বরে। প্রধান শিক্ষকের ছাত্রীদের সঙ্গে এইরকম অশালীন আচরণ করলে ছাত্রীদের স্কুলে পাঠবো কীভাবে? প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা। এই অরুচিকর ঘটনা ঘটানোয় অভিযুক্তের কড়া শাস্তির দাবিও জানিয়েছন অভিভাবকেরা।