ঋষিগোপাল, পূর্ব বর্ধমান: গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে পেয়ারার দাম পৌঁছেছিল তলানিতে। কপালে চিন্তার ভাঁজ পড়েছিল পেয়ারা ব্যবসায়ীদের। তবে বৃষ্টি কমতেই শুরু হল রফতানি। ভিন রাজ্যে পেয়ারা রফতানিতে লাভের আশা দেখছেন ব্যবসায়ীরা।
টানা বৃষ্টিতে পেয়ারার দাম নেমেছিল কেজি প্রতি ৪ থেকে ৫ টাকায়। বৃষ্টি কমতেই ভিন রাজ্যে রফতানি শুরু করেছে ব্যবসায়ীরা। ডাসা এবং পাকা পেয়ারা উভয়েরই সমানভাবে রফতানি শুরু হয়েছে। শুক্রবার থেকে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ ব্লকের বিদ্যানগর ষষ্টিতলার পাইকারি আড়তে বিভিন্ন সাইজের পেয়ারা বিক্রি হয় প্রায় সাড়ে ৮ টাকা কেজি দরে।
বিক্রি হওয়া পেয়ারা প্রথমে যায় দক্ষিণ ২৪ পরগণার কিছু ব্যবসায়ীর কাছে। তারপর তা প্যাকিং হয়ে বাংলার বাইরে বিহার, ঝারখন্ডের পাইকারি বাজারের জন্য পাঠানো হয়। স্থানীয় চাষীদের সূত্রে জানা গিয়েছে, তাঁদের কাছ থেকে পেয়ারা আড়তে নিয়ে যাওয়া হয়। আড়তে তা প্যাকেট করে ভিন রাজ্যের জন্য পাঠানো হয়।
জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ এবং পূর্বস্থলী ২ ব্লক জুড়ে প্রায় সারা বছরই প্রচুর পেয়ারা চাষ হয়। তবে এই বছর পূর্ব বর্ধমানের বিদ্যানগর, রাজাপুর, রাজ্যধরপাড়া, বড়কোবলা, গঙ্গানন্দপুর, বগপুর, স্বরডাঙা, বরগাছি, রানিপুর এলাকার পেয়ারার ফলন বেশি হয়েছে, জানিয়েছেন স্থানীয় পেয়ারা ব্যবসায়ীরা। এক স্থানীয় পেয়ারা চাষির বলেন, “এই বছর পেয়ারার দাম একদম তালানিতে নেমে গিয়েছিল। তবে ভিন রাজ্যের পাইকারি ব্যবসায়ীরা আসায় বর্তমানে বেশি দামে পেয়ারা বিক্রি করা সম্ভব হচ্ছে।”