মিলন পণ্ডা, কাঁথি: সরকারি হাসপাতালের চিকিৎসক থেকে নার্সরা অপারেশন থিয়েটার লেবার রুমে লাল রঙের জুতো ব্যবহার করেন। সেই জুতো এখন কাঁথি শহরের রমরমিয়ে খোলাবাজারে বিক্রি হচ্ছে। প্রশ্ন উঠেছে, খোলা বাজারে সরকারি এই জুতো এল কি করে? এর পিছনে কি কোন বড়সড় চক্র রয়েছে?
ওই লাল জুতোর উপর লেখা রয়েছে, “গভর্মেন্ট হসপিটাল সাপ্লাই। নট ফর সেল।” অর্থাৎ সরকারি এই জুতো খোলাবাজারে বিক্রি করা যাবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই চটি কাঁথি শহরের ফুটপাতের একটি জুতো দোকানে বিক্রি হচ্ছে। তাও আবার সেই জুতো দোকানটি একেবারে কাঁথি থানার ঢিল ছোড়া দূরত্ব।
সরকারি এই চটি শুধু বিক্রি করা নয়, নিজেও ব্যবহার করছেন ফুটপাতের সেই জুতো ব্যবসায়ীও। যা রীতিমতো বেআইনি। আর এই খবর ছড়িয়ে পড়ায় রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে কাঁথি শহরে। আর এই জুতোর উপর সাদা রঙের লেখা জ্বলজ্বল করছে। সেখানে প্রথমেই লেখা রয়েছে – ডব্লিউ বি এইচ ডি সি-এর নাম। এর অর্থ হল ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্রাফট ডেভেলপমেন্ট কর্পোরেশন। যারা এই জুতোগুলি তৈরি করে।
সরকারি জুতো বিক্রি করা ওই ব্যবসায়ী জানান, বহুদিন আগে থেকেই তিনি এই জুতো বিক্রি করছেন। এমনকি নিজেও এই জুতো ব্যবহার করেন। তাঁর ব্যবহৃত সেই লাল সরকারি জুতো প্রকাশ্যে দোকানের সামনে পড়ে থাকতে দেখা গিয়েছে। ফুটপাতের এই জুতো ব্যবসায়ীর কাণ্ড দেখে রীতিমতো হতবাক স্থানীয় অন্যান্য জুতো ব্যবসায়ীরাও।
খবর জানাজানি হতেই বহু ব্যবসায়ী সেই দোকানে জুতো দেখতে আসেন। এক স্থানীয় জুতো ব্যবসায়ীর কথায়, “এমন জুতো আগে কখনও বিক্রি করিনি। অথবা অন্য কোন দোকানে বিক্রি হতে দেখিনি। সরকারি এই জুতো খোলা মার্কেটে আসছে কি করে? এর পিছনে বড়সড়ো কোন চক্র কাজ করছে কিনা, তা দেখার দায়িত্ব প্রশাসনের।”