খাস ডেস্ক: মহামারী কাটিয়ে নতুন করে স্বাভাবিক হচ্ছে গোটা বিশ্ব। তবে মহামারীতে যারা যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য একের পর এক নিয়োগের তালিকা প্রকাশ হচ্ছে। এবার বাংলার সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য এল বিরাট সুখবর। এবার গ্র্যাজুয়েশন পাশেই রয়েছে সরকারি চাকরির সুযোগ।
যদিও অতিমারি পরিস্থিতিতেও কর্মসংস্থান থেমে নেই। ইতিমধ্যেই আশা কর্মীর পাশাপাশি রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ শুরু হয়ে গিয়েছে। এবার খাদ্য দফতরের তরফে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদনের প্রক্রিয়াও।
আরও পড়ুন-Market Price: ফের ঊর্ধ্বমুখী মরসুমী সবজির দাম, জানুন আজকের বাজারদর
বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর পদেই বর্তমানে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদের জন্য শূন্যপদ রয়েছে ২ টি। পাশাপাশি, এই শূন্যপদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। নিয়োগ করা হবে দার্জিলিং জেলায়।
আরও জানা গিয়েছে, ভারতীয় নাগরিক হলে অর্থাৎ পশ্চিমবঙ্গের কোনও জেলা থেকেই প্রার্থীর আবেদন করতে পারবেন। এছাড়াও ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের ক্ষেত্রে এই পদের জন্য প্রার্থীকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। এছাড়াও, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে। এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ধার্য করা হয়েছে ১৩,০০০ টাকা।
আরও পড়ুন-Weather Update: রাজ্যে অব্যাহত বৃষ্টির দাপট, রবিবারে একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রাজ্যে
এছাড়াও আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের স্বাক্ষর ও নাম স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়াও ফর্ম ফিলাপের জন্য আবেদন ফি হিসেবে জমা দিতে হবে। এসসি, এসটি এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের কোনও আবেদন ফি লাগবে না।
উল্লেখ্য, চলতি মাসের ১১ জানুয়ারি থেকেই ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি, আবেদন করা যাবে ১২ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত। আবেদনপত্রের সঙ্গে যে যে নথিপত্রগুলি লাগবে সেগুলি হল (১) আধার কার্ড, (২) ভোটার কার্ড, (৩) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, (৪) কাস্ট সার্টিফিকেট, (৫) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (৬) কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট এবং (৭) অভিজ্ঞতার সার্টিফিকেট।