জলপাইগুড়ি: ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর। তিন মাস বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে বনাঞ্চল এবং জাতীয় উদ্যানগুলি। আধিকারিকরা তাই খতিয়ে দেখছে পর্যটকদের নিরাপত্তার দিকটাও। জঙ্গল খোলার পর পর্যটকেরা ভ্রমণের সঙ্গে সঙ্গে সাফারিও করতে পারবে। এমনটাই জানিয়েছে জঙ্গলের দায়িত্বে থাকা আধিকারিকরা।
জানা গিয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর সংরক্ষিত বনাঞ্চল এবং জাতীয় উদ্দ্যান খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। পর্যটকদের নিরাপত্তার জন্য সব দিক খতিয়ে দেখছে গরুমারা জাতীয় উদ্যানের (Gorumara National Park) এডিএফও। বর্ষার জন্য তিন মাস বন্ধ রাখা ছিল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যানগুলি। তবে ফের জাতীয় উদ্দ্যান খুলে দেওয়ার কথা শুনতেই খুশি পর্যটকেরা।
পুজোয় পাহাড় ভ্রমণের সঙ্গে ডুয়ার্সে জঙ্গল সাফারিতেও ব্যস্ত থাকেন পর্যটকপ্রেমীরা। গরুমারায় (Gorumara National Park) জিপসি গাড়িতে পর্যটকদের নিয়ে যাওয়া হয় সাফারিতে। তাই জাতীয় উদ্দ্যান খোলার আগে জিপসি গাড়িগুলি পরীক্ষা করার কাজ চলছে। জিপসি গাড়ির লাইট, সিট ও অন্যান্য নিরাপত্তার দিকও খতিয়ে দেখছেন আধিকারিকরা।
হাতি সাফারির জন্য পর্যটকদের নিরাপত্তার সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে হাতিগুলির স্বাস্থ্যও। এই বিষয়ে গরুমারার এডিএফও রাজিব দে নিজেই সমস্ত দিক খতিয়ে দেখছেন। তিনি বলেন, “গরুমারা ন্যাশনাল পার্কের (Gorumara National Park) অধীনে যে জিপসিগুলো চলে, তার কাগজপত্রগুলো আমরা খতিয়ে দেখি। আগামী ১৬ সেপ্টেম্বর জঙ্গল খুলছে। তার আগে আমরা সবটা দেখে নিলাম। মালিকদেরও বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।”