মালদহ: বন্ধুত্বের সুযোগ নিয়ে প্রতারণার শিকার এক কলেজ ছাত্রী৷ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ওই কলেজ পড়ুয়ার গোপন মুহূর্তের ছবি৷ সম্মান রক্ষার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন মালদহের হরিশচন্দ্রপুরের কলা বিভাগের ছাত্রী৷ ঘটনার তদন্তে নেমেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ৷
মানসিকভাবে বিপর্যস্ত ওই ছাত্রী জানিয়েছেন, হরিশচন্দ্রপুর বাজার এলাকায় এক যুবকরে সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল৷ এই বন্ধুত্বের সুযোগ নিয়ে ওই যুবক তাঁর থেকে ফোনটি চায়৷ হরিশচন্দ্রপুরের বাসিন্দা ওই ছাত্রী অভিযুক্ত যুবককে ফোনটি দিতে রাজি হয়নি৷ কিন্তু ওই যুবক তাঁর থেকে ফোনটি ছিনিয়ে নেয়৷ এরপরই শুরু হয় তার উপর মানসিক অত্যাচার৷
ছাত্রীর অভিযোগ, যুবক তাঁর থেকে ফোনটি নিয়ে নেওয়ার পর, ফোনে থাকা একান্ত গোপনীয় ছবি নিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে৷ শুধু তাই নয় তাঁর সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিতে শুরু করে৷ কিন্তু অভিযুক্ত ওই যুবকের এই প্রস্তাবে রাজি হয় না কলেজ পড়ুয়া৷
এরপরই ওই যুবকের এক বন্ধুর সঙ্গে মিলে ছাত্রীর ফোনে থাকা তাঁর একান্ত গোপনীয় ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়৷ কিছুদিনের মধ্যেই সেই খবর তাঁর কাছে আসতে শুরু করে৷ এই ঘটনার পর ওই তরুণী মানসিকভাবে ভেঙে পড়েন৷
হরিশচন্দ্রপুর থানায় অভিযোগ জানায় ওই ছাত্রীর পরিবার৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ৷ এদিকে ঘটনার বিষয়ে বুঝতে পেরে অভিযুক্ত দুই যুবক পালিয়ে যায়৷ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ৷ ওই ছাত্রী ও তাঁর পরিবার পুলিশের তদন্তের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন৷
মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, হরিশ্চন্দ্রপুর থানায় ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ দ্রুত অভিযুক্তকে ধরা হবে৷ সোশ্যাল মিডিয়া থেকে ওই ছবি মুছে দেওয়ার ও ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি৷