আশিষ কর, শিলিগুড়ি: আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ (Rape) এবং খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। এই ঘটনার ন্যায়বিচারের দাবিতে, রাজ্যের দিকে দিকে জমায়েত এবং অবরোধ চলছে বিগত কয়েকদিন ধরেই। চিকিৎসক, নার্স থেকে শুরু করে জমায়েতে সামিল হয়েছেন পড়ুয়া এবং শিক্ষকেরাও। এই পরিস্থিতির মধ্যেই এবার সামনে এল এক নাবালিকা ধর্ষণের ঘটনা। ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ (Gang Rape) করা হয় বলে উঠছে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির (Siliguri) বাসিন্দা ওই নাবালিকার বেশ কিছুদিন আগে এক তরুণের সঙ্গে পরিচয় হয়েছিল। গত বৃহস্পতিবার নাবালিকাকে তাঁর মা-বাবা বকাবকি করল বাড়ি থেকে বেরিয়ে যায় সে। বাড়ির বাইরে গিয়ে ওই তরুণের সঙ্গে দেখা করে। এরপরই ওই তরুণ নাবালিকাকে কাওয়াখালি এলাকার একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানেই তাঁকে গণধর্ষণ (gang Rape) করা হয়, অভিযোগ নির্যাতিতার পরিবারের। ঘটনার পরই বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়ে নাবালিকা। সমস্ত ঘটনাটি বাড়িতে জানায়।
ঘটনাটি জানার পর তড়িঘড়ি নিউজলপাইগুড়ি (New Jalpaiguri) থানায় অভিযোগ দায়ের করেন ধর্ষিতা এবং তাঁর পরিবার। অভিযোগের ভিত্তিতে চারজন অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ। পুলিশ জানিয়েছেন, নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ধৃত চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিনজনই নাবালক। ইতিমধ্যেই পুলিশ বিষয়টি নিয়ে তদন্তও শুরু করেছেন। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।