মুর্শিদাবাদ: পুলিশী অভিযান চালিয়ে প্রায় ১৮ টি তাজা বোমা উদ্ধার হল। তাজা বোমা উদ্ধার করল খড়গ্রাম থানার পুলিশ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
আরও পড়ুন-GST: এখনই বাড়ছে না জিএসটি, নতুন বছরে স্বস্তিতে সাধারণ মানুষ
জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার কান্দি মহাকুমার খড়গাম থানা পুলিশ শুক্রবার বিশেষ অভিযান চালায়। খড়গ্রাম থানার অন্তর্গত সুন্দরপুর পাকুরতলা এলাকায় পুলিশী অভিযানে আনুমানিক ১৮ পিস তাজা বোমা উদ্ধার হয়। বোমা গুলি উদ্ধার হবার পর মুর্শিদাবাদ জেলা বোম্বে স্কোয়াডকে খবর দেওয়া হয় বমগুলি নিষ্ক্রিয় করবার জন্য। খরগ্রাম থানার পুলিশ সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই।
অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে আজ বারাসতের বনমালিপুর থেকে সাগর দেব নামে এক ব্যক্তি গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে জাল আধারকার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, স্কুল সার্টিফিকেটের পাশাপাশি গহনার ক্রয় করার কাগজপত্র উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন-নাবালিকাকে ধর্ষণ করে খুন, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানা ঘেরাও
সূত্রের খবর, তামিলনাড়ুর চেন্নাইতে কাপড়ের ব্যবসা করার কথা বলে ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নেন সে। এরপর সকলের অলক্ষ্যে এই ব্যাবসা চালু রাখে সে। এমনটাই অভিযোগ উঠেছে। আজ বারাসত থানার পুলিশ এসে সমস্ত নথি বাজেয়াপ্ত করে এবং এই অভিযোগে সাগর দেব ও তার স্ত্রী কে গ্রেফতার করে পুলিশ।