মনোজ কর্মকার, বাঁকুড়া: ক্রিকেটকে বলা হয় খেলার রাজা। তবে সারা বিশ্বে সবথেকে জনপ্রিয় যে খেলাটি তার নাম ফুটবল। পাশাপাশি এই বাংলার অসংখ্য ফুটবলার মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকেই উঠে এসে খেলেছে ইস্টবেঙ্গল-মোহনবাগানের মত ক্লাবে এমনকি জাতীয় দলেও। তাই ফুটবলকে হাতিয়ার করেই স্বপ্ন পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে গ্রামেরই একদল কচিকাঁচা। তাদের এই চেষ্টাকে বাস্তবায়িত করতে এগিয়ে এসেছে গ্রামেরই ক্লাবের যুবকেরা।
আরও পড়ুন: রায় দান পিছোল শুক্রবার পর্যন্ত, বিনেশের মামলায় কেন এত গড়িমসি আদালতের?
ছবিটা বিষ্ণুপুর ব্লকের মেটেপাতন গ্রামের। আজকালকার ছেলেমেয়েরা বেশিরভাগই মোবাইল ফোনে আসক্ত। মাঠে খেলাধুলো করতে মোটে আগ্রহী নয় তারা। এই কথা মাথায় রেখেই মেটেপাতন গ্রামের একদল যুবক শুরু করল একটি ফুটবল প্রশিক্ষণ শিবির। তাও একেবারে বিনামূল্যে। উদ্দেশ্য একটাই। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের মাঠমুখো করা।
জানা গিয়েছে, সবুজ বনানীতে ঘেরা মাঠে নিয়মিত চলে এই ফুটবল প্রশিক্ষণ। গ্রামের ছেলেমেয়েদের অর্থনৈতিক পরিস্থিতি ভাল না হওয়ার কারণে অনেকের প্রতিভা থাকলেও সেই প্রতিভা বিকশিত হয় না। প্রত্যন্ত গ্রাম বাংলার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এই ছেলেমেয়েরা ফুটবলকে কেন্দ্র করে যাতে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে সেই চেষ্টাই যেন চলছে বাঁকুড়ার গ্রামটিতে।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
মেটেপাতন স্বরূপ স্মৃতি সংঘের পরিচালনায় এই ফুটবল প্রশিক্ষণ এক বছর ধরে হয়ে আসছে বলে খবর। আশপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে প্রায় ৭০ থেকে ৭৫ জন এই বিনা পয়সার প্রশিক্ষণ শিবিরে ব্রতী হয়েছে। শুধু তাই নয়। ক্লাবের যুবকেরা এও জানাচ্ছেন যে তাদের প্রশিক্ষণ শিবিরের ছেলেমেয়েরা ইতিমধ্যেই জেলা পর্যায়ের খেলাতে অংশগ্রহণ করেছে। ভবিষ্যতে তারা যাতে রাজ্য ছাড়িয়ে দেশের হয়ে খেলতে পারে এই আশাই রাখছেন তাঁরা।