পলাশ নস্কর, কলকাতা: ‘টেলিগ্রাম’ (Telegram) অ্যাপের (App) মাধ্যমে অনলাইন ইনভেস্টমেন্টের (Online Investment) নামে প্রতারণা। প্রায় ১৮ লক্ষ ৬৬ হাজার টাকা প্রতারণার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। বিধাননগর (Bidhannagar) সাইবার ক্রাইম (Cyber Crime) পুলিশের হাতে গ্রেফতার এই প্রতারণা চক্রের অন্যতম দুই পান্ডা। খোঁজ মিলেছে এই প্রতারণা চক্রের মূল পান্ডারও। বর্তমানে সে পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ (Police)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ২০ ডিসেম্বর নিউটাউনের (Newtown) এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম (Bidhannagar Cyber Crime) থানায় অভিযোগ দায়ের করেন। ‘টেলিগ্রাম’ (Telegram) অ্যাপে অনলাইন ইনভেস্টমেন্টের (Online Investment) নাম করে ২০২৩ সালের ডিসেম্বর মাসের ৯ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত তাঁর অ্যাকাউন্ট (Account) থেকে প্রায় ১৮ লক্ষ ৬৬০০০ টাকা তুলে নেওয়া হয়েছিল। প্রতারিত হয়েছে বুঝতে পেরে তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছিলেন।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর (Bidhannagar) সাইবার ক্রাইম ব্রাঞ্চ (Cyber Crime Branch)। তদন্তে উঠে আসে বিহারের (Bihar) এক বাসিন্দার নাম। ডেকে পাঠানো হয় তাকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বিহারের ভাগলপুরের (Bhagalpur) বাসিন্দা ১৯ বছরের এক যুবক, নাম বিহারী প্রসাদ সিং। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ (Police) নিশ্চিত হয় এই প্রতারণা চক্রের সঙ্গে সে জড়িত রয়েছে। তার ব্যাংক একাউন্টের (Bank Account) স্টেটমেন্টে (statement) টাকার (Money) লেনদেনের তথ্যই তার প্রমাণ।
বিধাননগর পুলিশ বিহারী প্রসাদ সিং-কে গ্রেফতার করে। পুলিশের অনুমান, শুধু ধৃত যুবকই নয়, তার সঙ্গে জড়িত আরো মানুষ। তাই ফের তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ (Police)। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, এই চক্রের সঙ্গে আরো ২ জন জড়িত রয়েছে। যার মধ্যে একজন তার আত্মীয় নাম বিপিন কুমার। সেও বিহারের ভাগলপুরেরই (Bihar Bhagalpur) বাসিন্দা। পুলিশ গ্রেফতার করেছে এই বিপিন কুমারকেও।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, এই গোটা র্যাকেটটি চালাচ্ছে শিভম সিং নামে এক যুবক। যদিও সে পলাতক। গোটা র্যাকেটির মূল পান্ডা এই শিভম। যদিও তাকে পুলিশ (Police) এখনও খুঁজে পাইনি। ধৃত পলাতকের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর সাইবার (Bidhannagar Cyber Crime Branch) পুলিশ। শুক্রবার অভিযুক্ত দুই ধৃতকে বিধাননগর মহাকুমা আদালতে (Bidhannagar Court) তোলা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে আদালতে, জানিয়ে দিল বিধাননগর সাইবার ক্রাইম ব্রাঞ্চ।