নিছকই দুর্ঘটনা? অল্পের জন্য প্রাণে রক্ষা রামনগরের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতার

0
186

রামনগর: পথ দুর্ঘটনার কবলে পড়লেন রামনগরের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা স্বদেশ রঞ্জন নায়ক। শুক্রবার সকালে শঙ্করপুরে একটি হোটেলের সামনে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইক চালক রামনগরের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা স্বদেশ রঞ্জন নায়ক। লরির ধাক্কায় পড়ে গিয়ে মাথায় ও পায়ে গুরুতর চোট পান প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়ক।

আরও পড়ুন: ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে’

- Advertisement -

স্থানীয় বাসিন্দারা ছুটে এসে প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়ক’কে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তৎক্ষণাৎ তাঁকে চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৈরি হয় তীব্র যানজটও৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে মন্দারমনি উপকূল থানার পুলিশ। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ৷ চালক পলাতক৷

আরও পড়ুন: ‘যদুবংশ ধ্বংস হয়ে যাচ্ছে, উনি ভাইপোকে বাঁচাতে ব্যস্ত’: Dilip Ghosh

ঘটনার প্রত্যক্ষদর্শী তথা স্থানীয় বাসিন্দা শতদল শীট বলেন, “বিধায়ক ঠিক পথ দিয়েই যাচ্ছিলেন৷ বালি বোঝাই লরিটি আচমকা প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়কের বাইকে ধাক্কা মারে।’’ মন্দারমনির উপকূল থানার ওসি দেবব্রত বেরা বলেন, “পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। বালি বোঝাই লরিটি আটক করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে৷” প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷ তারই জেরে দুর্ঘটনা৷ যদিও বিজেপির একাংশের মতে, নিছকই দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? তদন্তে পুলিশের সব দিক খতিয়ে দেখার দাবি তুলেছেন তাঁরা৷

আরও পড়ুন: চুপ চাপ আপে ছাপ, বাংলার গ্রামাঞ্চলে মমতার ভিত নড়াতে কেজরিওয়ালের নয়া কৌশল

আরও পড়ুন: Horoscope Today : আপনার জীবনে দ্বিতীয় নারীর প্রবেশ! রইল বিস্তারিত