Forest Fire : গরম পড়তেই বাড়ছে জঙ্গলে আগুন লাগার ঘটনা, বারংবার দাবানলে আতঙ্কিত বন্যপ্রাণরা

শুকনো পাতায় এক টুকরো জ্বলন্ত বিড়িও দাবানলের কারণ হতে পারে

0
28
bankura forest fire

বাঁকুড়াঃ বাঁকুড়ার  জঙ্গলে (Bankura Forest) আগুন (Fire) লাগার ঘটনা অব্যাহত। এবার আগুন লাগল বিষ্ণুপুর শহরের যমুনাবাঁধ কলোনী সংলগ্ন এলাকার জঙ্গলে ।  শনিবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়।

আরও পড়ুন :BJP আঞ্চলিক দলগুলোকে হেও করছে, বিরোধী নেতাদের বিরুদ্ধে ED-CBI-এর অভিযান নিয়ে সরব অখিলেশ যাদব

- Advertisement -

মাথার উপর প্রখর সূর্যয়ের তেজ। ভর দুপুরে কালো কুণ্ডলী পাকানো ধোঁয়ায় ঢেকেছে বাঁকুড়ার আকাশ। ফের বাঁকুড়ার জঙ্গলে অগ্নিকাণ্ড (Fire Incident)। ঘটনাস্থল বিষ্ণুপুর শহরের যমুনাবাঁধ কলোনী সংলগ্ন এলাকা। গরমকালে এই ঘটনা অবশ্য নতুন নয়। গ্রীষ্মের দুপুরে শুকনো পাতায় পাতায় ঘষা লেগে আগুন লেগে যায় প্রায়শই। বিষ্ণুপুর-১ বিট অফিসার শিবদাস চক্রবর্তী জানাচ্ছেন, এখানে বনকর্মীদের গাফিলতি নেই কোন।

আরও পড়ুন :DA Agitation: আপাতত স্থগিত, বার্গার, প্যাটিসে কামড় দিয়ে পরবর্তী অনশন, জানালেন আন্দোলনকারীরা

আরও পড়ুন :Corona Hike: ৫ মাস পর ১৫০০ র গণ্ডি ছাড়াল করোনা, অ্যাডিনোর মাঝে উদ্বেগ বাড়াচ্ছে Covid-19

তিনি জানান আগুন লাগার বিষয়ে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে। সতর্ক করা হচ্ছে স্থানীয় মানুষজনকে। শুকনো পাতায় এক টুকরো জ্বলন্ত বিড়িও দাবানলের কারণ হতে পারে। অনেকদিন বৃষ্টি না হওয়ায় জঙ্গলে আগুন লাগার সম্ভবনা বেড়ে গেছে অনেকটাই। এদিন প্রায় ৫ হেক্টর জমিতে আগুন (Fire) লেগেছে বলে জানান তিনি। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। সম্প্রতি জানা গিয়েছে বন ও বন্যপ্রাণ রক্ষায় জঙ্গলে আগুন রুখতে এবার আরও কড়া হচ্ছে বন দফতর। নিয়মিত নজরদারি চালাতে সাহায্য নেওয়া হবে সিসি ক্যামেরা ও ড্রোনের। নজরদারি চালানো হবে উপগ্রহ চিত্রের মাধ্যমেও। ইচ্ছাকৃতভাবে কেউ আগুন লাগালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পথেও হাঁটতে চলেছে বন দফতর। বাঁকুড়ার বিভিন্ন জঙ্গল মিলিয়ে এখন ৭২ টি হাতি রয়েছে। জঙ্গলে আগুন লাগলে সেই হাতির দল ভয় পেয়ে জঙ্গল ছেড়ে হানা দিচ্ছে লোকালয়ে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল, ঘরবাড়ি। হাতির হানায় ঘটছে প্রাণহাণির মতো ঘটনাও।