পুলিশের নজর এড়াতে হোটেলে ঠাঁই, রমরমিয়ে চলছিল ভুয়ো কল সেন্টারের কারবার

ধৃতেরা বিট কয়েন ও ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে টাকা তুলে নিত

0
59
fake call center arrest

শিবপুর: ভুয়ো কল সেন্টার (fake call center) খুলে প্রতারণার ফাঁদ। শিবপুর পুলিশের জালে ২। জানা গেছে, শিবপুর থানা এলাকার একটি হোটেলে রমরমিয়ে চলছিল কল সেন্টারের নামে প্রতারনা চক্র।

আরও পড়ুন : “CAA-NRC কার্যকর হবে না, এই স্বপ্ন কেউ দেখবেন না”, দেশবাসীর উদ্দেশ্যে সাফ বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

- Advertisement -

ব্যাঙের ছাতার মত শহর ও শহরের বাইরে ছড়িয়ে রয়েছে ভুয়ো কল সেন্টারের ফাঁদ। রাজ্য ও রাজ্যের বাইরে কয়েকশো মানুষ প্রতারিত হচ্ছে প্রতিদিন। চলতি বছরে একাধিকবার সল্টলেকের বিভিন্ন জায়গায় হানা দিয়েছে পুলিশ। এবার হাওড়ার শিবপুরে উঠে এল ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগ। ভুয়ো কল সেন্টার খুলে দেশে বিদেশে দীর্ঘদিন ধরে চলছিল প্রতারণা। শিবপুর থানা তদন্তে নেমে গ্রেফতার করেছে দুই প্রতারককে। জানা গেছে, হাওড়ার শিবপুর থানা এলাকার একটি হোটেলে রমরমিয়ে চলছিল কল সেন্টারের নামে প্রতারনা চক্র। গোপন সূত্রে খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ওই হোটেলে হানা দেয়। গ্রেফতার করে দুই প্রতারককে।

আরও পড়ুন :DA আন্দোলনে গ্রেফতার ৪৭, এই ঘটনায় ক্ষোভ প্রকাশ বিচারপতি গাঙ্গুলির

আরও পড়ুন :অল্পের জন্য ভাঙা হল না পেলের রেকর্ড, দুই নম্বরে রইলেন গাভি

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ওয়াসিম আখতার ওরফে শ্যাম মার্টিন ও শেখ সলমন ওরফে পার্কার। জানা গেছে ওয়াসিমের বাড়ি কলকাতা এন্টালির সৈয়দ আহমেদ রোডে এবং শেখ সলমনের বাড়ি নিউ মার্কেটের কলিন স্ট্রিটে। পুলিশ ওই হোটেল থেকে সাইবার জালিয়াতিতে ব্যবহৃত জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে। ধৃত ২ জনকে জেরা করে পুলিশ (police) জানতে পেরেছে, ধৃতেরা প্রথমে তপসিয়ায় একটি কল সেন্টারে  ছিল। পুলিশের নজর এড়িয়ে এরপর এরা ঠিকানা বদল করে। হাওড়ার শিবপুরের সন্ধ্যাবাজারে এক হোটেলের ৫ তলার ২ টো ঘর ভাড়া নেয় তাঁরা। সেখানেই ভুয়ো কল সেন্টারের (fake call center) নামে প্রতারণা চক্র চালান হচ্ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিজেদের কম্পিউটার রক্ষণাবেক্ষণকারী সংস্থার এজেন্ট হিসাবে পরিচয় দিয়ে শুধু এই দেশ নয় আমেরিকা, কানাডা সহ বিভিন্ন দেশের প্রবীন নাগরিকদের ‘টার্গেট’ করে তাঁদের ব্যাঙ্কের তথ্য জেনে নিত। মূলত ধৃতেরা বিট কয়েন এবং ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে টাকা তুলে নিত বলে পুলিশ জানতে পেরেছে। হোটেলে তল্লাশি চালিয়ে চারটি ল্যাপটপ, হার্ড ডিস্ক, ৩টি মোবাইল ফোন, মোডেম সহ সাইবার জালিয়াতির কাজে ব্যবহৃত আরও বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করেছে। পরে এগুলো বাজেয়াপ্ত করা হয়।