বিধাননগর, ১৭ জানুয়ারি: বিধাননগর পুর নিগমের বেশকিছু উল্লেখযোগ্য পরিবর্তন করা হল। বিধাননগরের পুর নিগমের কিছু ওয়ার্ডে মহিলা সংরক্ষিত আসন করা হল। সেই তালিকায় আছে ২, ৫, ৮, ১২, ১৬, ১৯, ২৫, ২৯, ৩২, ৩৬ ও ৪১। এই সব ওয়ার্ড গুলিতে বর্তমানে কাউন্সিলর পদে যাঁরা আছেন তাঁদের তালিকা নিম্নে দেওয়া হল-
২ নম্বর ওয়ার্ড বর্তমান কাউন্সিলর রহিমা বিবি মন্ডল
৫ নম্বর ওয়ার্ড বর্তমান কাউন্সিলর স্বাতী ব্যানার্জি
৮ নম্বর ওয়ার্ড বর্তমান কাউন্সিলর রিতা সাহা
১২ নম্বর ওয়ার্ড বর্তমান কাউন্সিলর আজিজুল হাসান মন্ডল।
১৬ নম্বর ওয়ার্ড বর্তমান কাউন্সিলর সন্দীপ বাগুই
১৯ নম্বর ওয়ার্ডবর্তমান কাউন্সিলর অনিতা বিশ্বাস
২৫ নম্বর ওয়ার্ড বর্তমান কাউন্সিলর বিকাশ নস্কর
২৯ নম্বর ওয়ার্ড বর্তমান কাউন্সিলর কৃষ্ণা চক্রবর্তী
৩২ নম্বর ওয়ার্ড বর্তমান কাউন্সিলর সুধীর কুমার সাহা
৩৬ নম্বর ওয়ার্ড বর্তমান কাউন্সিলর প্রবীর সরদার
৪১ নম্বর ওয়ার্ড বর্তমান কাউন্সিলর অনিন্দ্য চ্যাটার্জি
এই পরিবর্তন গুলির মধ্যে ২ টি পরিবর্তন খুব উল্লেখযোগ্য। প্রথমত, অনিন্দ্য চ্যাটার্জির ৪১ নম্বর ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত করা হল। ফলে ধরে নেওয়া যেতে পারে এই ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য চ্যাটার্জির বিরুদ্ধে যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছিলেন এবং পরবর্তীকালে তাঁকে গ্রেপ্তারও করা হয়েছিল সেহেতু এই ৪১ নম্বর ওয়ার্ডের পরিবর্তনটা ছিল অবসম্ভাবি। কিন্তু লক্ষ্যণীয় বিষয় হল সুধীর কুমার সাহার ৩২ নম্বর ওয়ার্ডটিও মহিলা সংরক্ষিত করা হল। সুধীরবাবু হলেন সেই ব্যক্তি যিনি প্রথম বিধাননগর পুরসভার ‘আলো আমার আলো’ প্রকল্পের দুর্নীতি সকলের সামনে আনেন। ইনি হলেন বিধাননগর পুরসভার মেয়র ইন কাউন্সিল (আলো)। তাই তাঁর ওয়ার্ডটি মহিলা সংরক্ষণ করা রাজনৈতিক মহলের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অপরদিকে প্রশাসনিক মহলের মতে, কোনো ওয়ার্ডকে মহিলা সংরক্ষণ করা বা না করা বিষয়টি রাজনৈতিক হস্তক্ষেপের বাইরেই করা হয়ে থাকে। এটি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন এবং জনগণনা বিভাগের এক্তিয়ারগত। তাই এই বিষয়ের মধ্যে রাজনৈতিক অভিসন্ধি খুঁজতে যাওয়া বৃথা।