তিমিরকান্তিপতি বাঁকুড়া: গ্রাম জুড়ে রাতভর হাতির তাণ্ডব। কখনও বিঘার পর বিঘা ফসল নষ্ট কখন ঘরবাড়ি ভাঙচুর, প্রায়শই হাতির আক্রমণে অতিষ্ঠ গ্রামবাসীরা। এবার সেই হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর আহত হয়েছেন দুজন। বাঁকুড়া ছাতনার বাবুপাড়া এলাকার ঘটনা।
আরও পড়ুনঃ Duare school: সামনেই পরীক্ষা, পরীক্ষার্থীদের মনের ভয় দূর করতে দুয়ারে মাস্টারমশাইয়েরা
সপ্তাহ খানেক আগেই তিনটি শাবক-সহ দশ থেকে এগারোটি হাতির একটি দল পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে ঢুকে পড়ে বাঁকুড়ার সারেঙ্গার জঙ্গলে। এরপর থেকেই রাস্তা হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়ে দলটি। ধীরে ধীরে উত্তরমুখী যাচ্ছিল হাতির পাল। বৃহস্পতিবার সকালেই বাঁকুড়ার ছাতনার বাবুপাড়া জঙ্গলে পৌঁছায় হাতির দলটি। সেই হাতির দল দেখতে সকাল থেকেই ভিড় জমান এলাকার সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ ফের বিদ্রোহের আঁচ বঙ্গ BJP-তে, সভাপতি বদলের দাবি
এরপর হঠাৎই ওই জঙ্গল থেকে একটি হাতি বাইরে বেরিয়ে আসে। হাতির তাণ্ডবে আহত হয় এক ব্যক্তি। অন্যদিকে রাজাপাড়া এলাকাতেও হাতির তাণ্ডবে আহত হয় আরেক ব্যক্তি। পাশাপাশি, বাবুপাড়া জঙ্গল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে।
জানা গিয়েছে, আহত ওই দুই ব্যক্তির নাম স্বপন ভুই, বাড়ি দুবরাজপুর গ্রামে এবং বিদ্যুৎ বাউরী, বাড়ি ছাতনা গ্রামে। মৃত ব্যক্তির নাম, ভবতোষ সিট, বাড়ি ঝগড়াপুর গ্রামে। আহত ব্যক্তিদের উদ্ধার করে বর্তমানে চিকিৎসার জন্য বাঁকুড়া ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।