কলকাতা: টানা বৃষ্টির জেরে বেহাল অবস্থা রাস্তাঘাটের। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র জলমগ্ন হয়ে রয়েছে। এহেন পরিস্থিতিতে কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। রাস্তাঘাট ভেঙে যাতায়াতের পথ বন্ধ, আবার কোথাও অতিবৃষ্টির জেরে ডুবে গিয়েছে চাষের জমি। এরকমই চিত্র ফুটে উঠেছে পূর্ব বর্ধমান(Purba Bardhaman Flood) জেলার একাধিক অঞ্চলে। টানা এই বৃষ্টির জেরে পূর্ব বর্ধমানের বেশ কয়েকটি জায়গায় চাষের জমি থেকে সবকিছুই এখন ক্ষতির মুখে। আতঙ্কে ভুগছেন এই এলাকার সাধারণ মানুষ।
সূত্র মারফত জানা গিয়েছে, একটানা বর্ষন ও ডিভিসির ছাড়া জলে বানভাসি পরিস্থিতি পূর্ব বর্ধমান জেলায়। পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। উদ্বেগ বাড়ছে নিচু এলাকার বাসিন্দাদের।শুধু তাই নয়, রীতিমতো ভেঙে পড়েছে রাস্তা। পূর্ব বর্ধমান(Purba Bardhaman Flood) জেলার মন্তেশ্বর, মালডাঙা, চন্দ্রপুর, কামালের রাস্তা দিয়ে চলছে না গাড়ি। এমনকি ১৪০০ বিঘা ধানের জমিও তলিয়ে গিয়েছে জলে।
পাশাপাশি, বর্ধমান কাটোয়া রাজ্য সড়কের ওপর দিয়ে তীব্র জলের স্রোত বইছে। জলের তলায় চলে গিয়েছে বাদশাহী রোডও। প্লাবিত ভাতার বাজার সহ সংলগ্ন এলাকা। ভাতার, বলগোনা, মুরাতিপুর প্রভৃতি বাজার এলাকায় দোকানপাট জলে ডুবেছে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটা থেকে এলাকা বিদ্যুৎহীন। বাঁকা নদীর জল উপচে প্লাবিত বর্ধমান পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পীরবাহারাম ও ডাঙাপাড়া, সাহাচেতন এলাকা। জলবন্দি হয়ে পড়েছে ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের বাজেপ্রতাপপুর ও তার আশপাশের বিস্তীর্ণ এলাকা। জল দাঁড়িয়ে যাওয়ায় বর্ধমানের পালিতপুরে রেলের সাবওয়ে দিয়ে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল।
প্রসঙ্গত, জলবন্দি হয়ে রয়েছে বিস্তীর্ণ এলাকা, অনেকের ঘরেই জল ঢুকে গিয়েছে। আবার বেশকিছু লোক ঠাঁই নিয়েছেন স্কুলের অস্থায়ী ত্রাণ শিবিরে। শুক্রবারের পাওয়া খবর অনুসারে, এই পরিস্থিতিকে সামাল দিতে কন্ট্রোল রুম খুলেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। ব্লকগুলি থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।