28 C
Kolkata
Tuesday, October 8, 2024
Home জেলার খবর বন্যার কবলে পূর্ব বর্ধমান, জলের তলায় ১৪০০ বিঘা ধানের জমি

বন্যার কবলে পূর্ব বর্ধমান, জলের তলায় ১৪০০ বিঘা ধানের জমি

কলকাতা: টানা বৃষ্টির জেরে বেহাল অবস্থা রাস্তাঘাটের। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র জলমগ্ন হয়ে রয়েছে। এহেন পরিস্থিতিতে কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। রাস্তাঘাট ভেঙে যাতায়াতের পথ বন্ধ, আবার কোথাও অতিবৃষ্টির জেরে ডুবে গিয়েছে চাষের জমি। এরকমই চিত্র ফুটে উঠেছে পূর্ব বর্ধমান(Purba Bardhaman Flood) জেলার একাধিক অঞ্চলে। টানা এই বৃষ্টির জেরে পূর্ব বর্ধমানের বেশ কয়েকটি জায়গায় চাষের জমি থেকে সবকিছুই এখন ক্ষতির মুখে। আতঙ্কে ভুগছেন এই এলাকার সাধারণ মানুষ।

- Advertisement -

সূত্র মারফত জানা গিয়েছে, একটানা বর্ষন ও ডিভিসির ছাড়া জলে বানভাসি পরিস্থিতি পূর্ব বর্ধমান জেলায়। পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। উদ্বেগ বাড়ছে নিচু এলাকার বাসিন্দাদের।শুধু তাই নয়, রীতিমতো ভেঙে পড়েছে রাস্তা। পূর্ব বর্ধমান(Purba Bardhaman Flood) জেলার মন্তেশ্বর, মালডাঙা, চন্দ্রপুর, কামালের রাস্তা দিয়ে চলছে না গাড়ি। এমনকি ১৪০০ বিঘা ধানের জমিও তলিয়ে গিয়েছে জলে।

- Advertisement -

পাশাপাশি, বর্ধমান কাটোয়া রাজ্য সড়কের ওপর দিয়ে তীব্র জলের স্রোত বইছে। জলের তলায় চলে গিয়েছে বাদশাহী রোডও। প্লাবিত ভাতার বাজার সহ সংলগ্ন এলাকা। ভাতার, বলগোনা, মুরাতিপুর প্রভৃতি বাজার এলাকায় দোকানপাট জলে ডুবেছে‌। বৃহস্পতিবার রাত সাড়ে দশটা থেকে এলাকা বিদ্যুৎহীন। বাঁকা নদীর জল উপচে প্লাবিত বর্ধমান পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পীরবাহারাম ও ডাঙাপাড়া, সাহাচেতন এলাকা। জলবন্দি হয়ে পড়েছে ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের বাজেপ্রতাপপুর  ও তার আশপাশের বিস্তীর্ণ এলাকা। জল দাঁড়িয়ে যাওয়ায় বর্ধমানের পালিতপুরে রেলের সাবওয়ে দিয়ে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল।

প্রসঙ্গত, জলবন্দি হয়ে রয়েছে বিস্তীর্ণ এলাকা, অনেকের ঘরেই জল ঢুকে গিয়েছে। আবার বেশকিছু লোক ঠাঁই নিয়েছেন স্কুলের অস্থায়ী ত্রাণ শিবিরে। শুক্রবারের পাওয়া খবর অনুসারে, এই পরিস্থিতিকে সামাল দিতে কন্ট্রোল রুম খুলেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। ব্লকগুলি থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

AFC Champions League 2 -এর ম্যাচ খেলতে ইরান যাচ্ছে না মোহনবাগান

স্পোর্টস ডেস্ক: ইরানে খেলতে যাচ্ছেনা মোহনবাগান সুপার জায়ান্টস। নিরাপত্তার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল অর্থ্যাৎ ২ অক্টোবর ইরানের তাবরিজ শহরে এএফসি চ্যাম্পিয়ন্স...

খবর এই মুহূর্তে

সন্দীপদের এবার জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি, জিজ্ঞাসাবাদ চলবে তাঁর দুই সঙ্গীকেও

খাসডেস্ক: আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষদের (sandip ghosh) জেলে গিয়ে জেরা করতে চায় ইডি (ED)। সেই মোতাবেক আদালতে জানানো হয়েছিল আবেদন। এবার সেই আবেদন...

পড়ল পোস্টার, ঘোষণা হল পুরস্কারও, নাবালিকা নিখোঁজে মহিষমারির ‘উল্টো’ ভূমিকায় নিউটাউন পুলিশ

পলাশ নস্কর, নিউটাউন:  বাবার কাছে বকুনি খেয়ে ১০ বছরের মেয়েটি বাড়ি ছেড়েছিল গত ২৮ শে সেপ্টেম্বর। অভিযোগ তারপর থেকেই বেপাত্তা। ওইদিন নাবালিকা মেয়েটি তার বাবা...

এই পুজোতেও জেলের ওপারে, বাঙালির মহোৎসবে জেল মুক্তির সম্ভাবনা কম পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদদের

খাসডেস্ক: কলকাতা হাইকোর্টে (KOLKATA HIGH COURT) নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (PARTHA CHATTERJEE) জামিনের শুনানি শেষ হল। পুজোর পর রায় দানের...

পঞ্চমী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গত কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা গিয়েছে বেশ কিছু জেলায়। আর এই বৃষ্টি চিন্তায় ফেলছে সাধারণ মানুষদের। পুজোয়...