নিউটাউন: রাজ্যে ফের সক্রিয় মাদককাণ্ড। এবার মাদককাণ্ডে ছাত্রীসহ তিন পড়ুয়াকে গ্রেফতার করল পুলিশ। পাশাপাশি তাদের কাছ থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করে পুলিশ। নিউটাউন আকাঙ্ক্ষা মোড়ে থেকে চারজন ধৃতকে গ্রেপ্তার করল পুলিশ।
আরও পড়ুন-Oil price: মধ্যবিত্তের চাপ বাড়িয়ে ফের দাম বাড়ল সরষের তেলের
জানা গিয়েছে, STF ও ইকোপার্ক থানার পুলিশের যৌথ উদ্যোগে ছাত্রীসহ তিন পড়ুয়াকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের নাম, শান্তুনু (সামসের জোহা) , ফারহান শেখ, মহম্মদ নঈম, এবং মহিলার নাম মৌসুমী খাতুন। এই তিন যুবকের মধ্যে দুজন বি টেক এর ছাত্র। এছাড়াও এদের মধ্যে তিন যুবক বীরভূম ও মুর্শিদাবাদ এর বাসিন্দা ও তরুণী মালদার বাসিন্দা। আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে।
এসটিএফ সূত্রে খবর, বেঙ্গল এসটিএফ খোঁজ পায় যে বেশ কয়েকজন নিউটাউনের আকাঙ্খা মোড়ের কাছে মাদক সাপ্লাই এর জন্য আসছে। সেই মত এসটিএফ ও ইকোপার্ক থানার পুলিশ আকাঙ্খা মোড়ের কাছে আগে থেকেই ওত পেতে ছিল। সূত্র মারফত খবর অনুযায়ী যখন তারা আসে সেই সময় তাদের ধরে ফেলা হয়। অভিযুক্তদের মধ্যে ছাত্রীসহ তিন পড়ুয়া ছিল। তাদের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
আরও পড়ুন- Deadbody recover: জুনপুটে মহিলার উলঙ্গ মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য, তদন্তে নামল পুলিশ
এরপর ইকোপার্ক থানায় নিয়ে আসা হলে জিজ্ঞাসাবাদে জানতে পারে তিন যুবক বীরভূম ও মুর্শিদাবাদ এর বাসিন্দা। তরুণী মালদার বাসিন্দা। তবে ওই তরুণী নিউটাউনের শাপুরজিতে ভাড়া থাকতো। তিন যুবকের মধ্যে দুজন ব্যাঙ্গালুরুতে বি টেক পড়ছে। তবে এখানে কার কাছে মাদক দিতে এসেছিল ও এই মাদক কার কাছ থেকে নিয়ে এসেছিল সেই বিষয়ে জানার চেষ্টা করছে। আজ ধৃতদের বারাসাত কোর্টে তুলে নিজেদের হেফাজতে নেওয়া হবে। এর সঙ্গে আর কারা কারা জড়িত আছে তার খোঁজ চালানো হচ্ছে।