বারাসত: এবার সীমান্তে মাদক তৈরির কারখানার হদিশ মিলল বসিরহাটে। উদ্ধার প্রচুর নেশার ওষুধ (ফেনসিডিল), তরল মাদক তৈরির কেমিক্যাল ও নকল করার একাধিক মেশিন ও লেবেল প্যাকেট। ইতিমধ্যেই কারখানাটি সিল করেছে পুলিশ৷ গ্রেফতারও করা হয়েছে একজনকে৷
গোপন সূত্রে পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনীর কাছে খবর আসে বসিরহাট সীমান্তবর্তী দন্ডীরহাট গ্রামে মাদক তৈরির আস্ত কারখানা তৈরি করা হয়েছে৷ সেখান থেকে দুই বাংলায় অবাধে চলছে মাদক পাচার৷ এরপরই সোমবার গভীর রাতে বসিরহাট থানার পুলিশ ও বিএসএফ যৌথভাবে অভিযান চালায় সেখানে৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে নেশার তরল মাদক, ৪০ লিটার ফেনসিডিল এবং ৫০০ ব্যারেল তরল কেমিক্যাল৷ এছাড়াও মাদক তৈরির একাধিক মেশিন ও সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ৷
মাদক কারখানা খুলে নকল ফেনসিডিল ও তরল মাদক তৈরি করার অভিযোগে শাহজাহান মোল্লা নামে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে পুলিশ৷ পুলিশের দাবি, জেরায় ধৃত শাজাহান স্বীকার করেছে যে আসল ফেনসিডিলের সঙ্গে ভেজাল কেমিক্য্াল মিশিয়ে সেগুলো দুই বাংলার বিভিন্ন প্রান্তে পাচার করা হত৷ ইতিমধ্যে কারখানাটি সিল করে দিয়েছে পুলিশ৷
পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করে মাদক চক্রের বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷ ধৃতের বিরুদ্ধে মাদক পাচারের একাধিক ধারায় মামলা রুজু করে আজ মঙ্গলবার তাকে তোলা হবে বারাসাত আদালতে।
আরও পড়ুন: এয়ারটেলকে টপকে গেল Vodafone Idea, একদিন আগেই বাড়ছে চার্জ