আরামবাগ: আরজিকর কাণ্ডে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় বিক্ষোভে সামিল গোটা দেশ। আর এই আবহেই সামনে আসছে একের পর এক ধর্ষণের ঘটনা। এবার এক রোগীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক গ্রামীণ চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরাও।
ঘটনাটি ঘটেছে হুগলি (Hooghly) জেলার আরামবাগের (Arambag) ধামসা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিল ওই এলাকার এক মহিলা। দীর্ঘদিন পিজি হসপিটালে চিকিৎসা করানোর পর পরামর্শ নেওয়ার জন্য এক গ্রামীণ চিকিৎসকের দ্বারস্থ হন ওই মহিলা। এরপরই গ্রামীণ চিকিৎসক ওই মহিলাকে তাঁর চেম্বারে ডেকে পাঠান। ওই মহিলা তাঁর সন্তানকে নিয়ে গ্রামীণ চিকিৎসকের কাছে গেলে সেখানেই ঘরের দরজা বন্ধ করে তাঁকে শ্লীলতাহানি করে।
অবশেষে অনেকক্ষণের চেষ্টার পর নির্যাতিতা মহিলা ওই চিকিৎসকের কাছ থেকে পালিয়ে যায়। এরপরই গোটা বিষয়টি গ্রামবাসীদের জানালে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। চড়াও হয় তাঁর ওপর, জুতোর মালা পরিয়ে দেয় তাঁকে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় আরামবাগ থানার পুলিশ। গ্রামবাসীরাই অভিযুক্ত ওই চিকিৎসককে পুলিশের হাতে তুলে দেয়।
নির্যাতিতা ওই মহিলা এই ঘটনার জন্য অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে আটক করেছে। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। আরজিকরের ঘটনার পর নারী নিরাপত্তা নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখনই এক চিকিৎসকের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষ সহ চিকিৎসকদের মধ্যেও।