কলকাতা: আদালতের তরফে কড়া নির্দেশ জারি করার পরও রাজ্য নজরদারি অব্যাহত রেখেছে৷ সিসিটিভি নয়, এবার নজরদারিতে রাজ্য ব্যবহার করছে ড্রোন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে এমনই জোরাল অভিযোগ সামনে আনলেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী৷ ঘটনার প্রতিকার চেয়ে লোকসভার অধ্যক্ষর দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন দিব্যেন্দু৷
শুক্রবার সংবাদমাধ্যমে দিব্যেন্দুর বিস্ফোরক অভিযোগ, ‘‘সকালে ঘুম থেকে উঠে দেখছি বাড়ির চারিদিকে ড্রোন ঘুরছে৷ হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এভাবে নজরদারি চালানো যাবে না? তারপরও কার নির্দেশে এমন হচ্ছে? এটা তো মেনে নেওয়া যায় না৷ তাই ঠিক করেছি, বিষয়টি বিধানসভার স্পিকারকে জানাব৷’’ তাঁর অভিযোগ, রাজ্য প্রতিহিংসার রাজনীতি করছে৷
প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তার প্রশ্নে বৃহস্পতিবারই রাজ্যকে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ তার মধ্যে অন্যতম হল, এখন থেকে রাত ৮টার পর কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির এলাকায় বাজানো যাবে না মাইক৷ শুভেন্দুর নিরাপত্তা ইস্যুর মামলার শুনানিতে বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যে একাধিক জায়গায় আক্রমণের মুখোমুখি হন শুভেন্দু৷ এমনকি শুভেন্দুর গতিবিধি জানতে তার বাড়ির উল্টো দিকে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে বলেও রাজ্য পুলিশের বিরুদ্ধে আদালতে অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু৷ ওই মামলার শুনানিতেই বৃহস্পতিবার আদালত একথা জানায়৷ তারপরও যেভাবে ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে তাতে আদতে রাজ্য প্রতিহিংসা করছে বলেই মনে করছেন দিব্যেন্দু৷ যদিও এবিষয়ে শাসকদল তৃণমূলের কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি৷
আরও পড়ুন: Suvendu Adhikari: গরিব ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে স্কুল খোলা হোক
আরও পড়ুন: বেসুরো আরও এক বিজেপি বিধায়ক, নিরাপত্তারক্ষী প্রত্যাহারের আবেদন