ডায়মন্ড হারবার: হঠাৎই চলে গেলেন দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শ্রীমন্ত বৈদ্য৷ তৃণমূলের এই তরুণ নেতার অকাল মৃত্যুতে শোকাচ্ছন্ন সমগ্র জেলা৷ রবিবার দলের সভা ও মিছিল করার পর অসুস্থ হয়ে পড়েন তিনি৷ বজবজ বিবিআইটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তাঁর মৃত্যু হয়েছে৷
ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য ছিলেন শ্রীমন্ত। সাংগঠনিক দক্ষতা ও অভিষেকের সমর্থন তাঁকে দ্রুত রাজনীতিতে সামনের সারিতে নিয়ে আসে৷ তিনি ছিলেন বজবজ ব্লকের তৃণমূল সভাপতি। তাঁর মতো যুব নেতা খুব একটা দেখা যায় না। আকর্ষক ব্যক্তিত্ব, প্রাণবন্ত, চটপট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল বলে জানিয়েছেন তাঁর অনুগামীরা। খুব শক্ত হাতে সংগঠন সামলাতেন তিনি। তাঁর এলাকার দলীয় কর্মীরা তাঁকে খুব মেনে চলতেন। শ্রীমন্ত বৈদ্যর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে বিধায়ক অশোক দেব বলেছেন, এই মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো। এইরকম নেতার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।