রফিকুল ইসলাম, ডোমকল: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু মুর্শিদাবাদের (Murshidabad) এক ব্যক্তির। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ (Police)।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ডোমকল (Domkal) মহকুমার রাণীনগর থানার মালিবাড়ী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আইনুল হক। বোমা বাঁধার কাজ করতেন তিনি। গত বৃহস্পতিবার রাতে তাঁকে ফোন করে বাড়ির বাইরে ডাকা হলে তৎক্ষণাৎ বাড়ির বাইরে বেরিয়ে যান আইনুল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি ফিরে আসেননি তিনি।
স্থানীয় বাসিন্দাদের অনুমান শুক্রবার ভোর রাতে একটি অ্যাম্বুলেন্স (Ambulance) করে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তির দেহটি তাঁর বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তেরা। ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে ছুটে আসেন মৃতের পরিজন সহ স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় গোধনপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাণীনগর থানার পুলিশ (Police)। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। স্থানীয়দের অনুমান, বোমা বাঁধতে গিয়েই মৃত্যু হয়েছে আইনুলের। তবে মৃতের পরিবারের দাবি, ফোন করে ডেকে নিয়ে গিয়ে তাঁকে খুন করা হয়েছে। তবে সঠিক ঘটনাটি কী তা অজানা সকলেরই।