Death: বাবার ঝুলন্ত দেহ, চোখের সামনে এমন দৃশ্য দেখে হার্টঅ্যাটাকে মৃত্যু ছেলের

0
319

মুর্শিদাবাদ: বাবার মৃত্যুর শোকে হার্টঅ্যাটাক হয়ে মৃত্যু ছেলের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার অন্তর্গত খড়গ্রাম থানার দুনি গ্রামে। একই পরিবারের একই দিনে দুই জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

আরও পড়ুনঃ Nandigram: রাস্তা আটকে, গাছের গুড়ি ফেলে আবারও অবরোধের পথে নন্দীগ্রাম

জানা গিয়েছে, মৃত ব্যাক্তির নাম বুদ্ধদেব মন্দল(৫৩)। দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। যার জেরে শনিবার সকালে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। এদিকে বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখে সহ্য না করতে পেরে শোকে হার্টঅ্যাটাক হয়ে মৃত্যু হয় ছেলে অন্তু মণ্ডলের।

আরও পড়ুনঃ Farm Laws : পরবর্তী পদক্ষেপ স্থির করতে আজ বৈঠকে বসছে সংযুক্ত কিষাণ মোর্চা

এদিকে ঘটনার খবর পেয়ে শনিবার সকালেই ঘটনাস্থলে এসে পৌঁছায় খড়গ্রাম থানার বিশাল পুলিশবাহিনি। ওই ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন। শুধুই কি মানসিক অবসাদ নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ Parliament Session : ২৯ নভেম্বর শীতকালীন অধিবেশনে সমস্ত সাংসদকে উপস্থিত থাকতে হুইপ জারি করল কংগ্রেস