
কলকাতা: গতকালই রাজ্যের উপর চাপ বাড়িয়ে আরও ৪ শতাংশ ডিএ (DA) বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্র সরকার। তাঁর ২৪ ঘণ্টা পার হতে না হতেই অনশন তুলে নিলেন রাজ্যে আন্দোলনরত সরকারি কর্মচারিরা। বকেয়া মহার্ঘ্য ভাতা অবিলম্বে মেটাতে হবে। এই দাবিতে লাগাতার বিক্ষোভ আন্দোলন করছিলেন তাঁরা। দাবি আদায় করতে করেছিলেন অনশন। একটানা অনশনের জেরে আন্দোলনকারীদের মধ্যে অসুস্থও হয়ে পড়েছিলেন অনেকে।
আরও পড়ুন:Corona Hike: ৫ মাস পর ১৫০০ র গণ্ডি ছাড়াল করোনা, অ্যাডিনোর মাঝে উদ্বেগ বাড়াচ্ছে Covid-19
৪৪ দিনের মাথায় উঠল অনশন (Hunger Strike)। তবে আন্দোলন চলবে। নিজেদের দাবি থেকে এক চুলও নড়বেন না, বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এখন প্রশ্ন উঠছে হঠাৎ কেন অনশন তুলে নিলেন তাঁরা? শারীরিক অসুস্থতা নাকি রাজ্য সরকারের সঙ্গে চোরা আপস? নাকি শেষ পর্যন্ত রাজ্য সরকারের কড়া মনোভাবের সঙ্গে এঁটে উঠতে পারলেন না? জানা গিয়েছে আন্দোলনকারী কর্মীদের শারীরিক অসুস্থতাই অনশন তুলে নেওয়ার নেপথ্যে রয়েছে। তবে প্রয়োজন পড়লে ফের অনশনে বসবেন। এমন হুঁশিয়ারির কথাও জানা যাচ্ছে। আন্দোলনকারীদের একজন জানান, “অনেকেই অনশন শুরু করলেও শেষ পর্যন্ত দু’জন ছিলেন। আমরা শুধুমাত্র আন্দোলনের অভিমূখ ঘোরাচ্ছি। ২৯ তারিখ গণ-অনশন হবে। তবে ওইদিন বার্গার-প্যাটিস খেয়ে ফের অনশন হবে। এতদিন আমরা না খেয়ে অনশন করেছি।”
আরও পড়ুন:Local Train: ভোগান্তি, রবিবার সারাদিন বন্ধ ট্রেন
আরও পড়ুন:বাড়ছে শাসকের ভাঙন, ‘এই তৃণমূল আর না’ বাবুলের রেকর্ডই বাজাচ্ছে সাগরদিঘি
প্রসঙ্গত, ডিএ-র (DA) দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন রাজ্যের সরকারি কর্মচারিদের একাংশ। কেন্দ্রের সমহারে ডিএ-র দাবিতে অনড় তাঁরা। বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্য সরকারের তিন শতাংশ ডিএ (DA) ঘোষণা খুশি করতে পারেনি ডিএ আন্দোলনকারীদের। শহিদ মিনারে কয়েক সপ্তাহ ধরেই ধরনা দিচ্ছেন তাঁরা। সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারিদের কেন্দ্রের হারে DA দেওয়া সম্ভব নয় বলেও সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee)।