Crime: ধর্ষণের পর প্রমাণ লোপাট করতেই কি নাবালিকাকে খুন, খতিয়ে দেখছে পুলিশ

0
130

উত্তর দিনাজপুর: নাবালিকা ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এটি নিছকই আত্মহত্যা নাকি খুন তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার জেলার গোয়ালপোখর থানার গতি এলাকায়।

আরও পড়ুনঃ Crime: জামাই আদর খাওয়া হল না, স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালিকা ছাত্রীর নাম পুনম হরিজন (১১)। বাড়ি গতি গ্রাম পঞ্চায়েতের গতি এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ওই ছাত্রী। অনেক খোঁজাখুঁজির পরেও খোঁজ পাওয়া যায়নি তার। অবশেষে আজ দুপুরে বাড়ি থেকে প্রায় তিনশো মিটার দুরে এক ঝোপ থেকে উদ্ধার হয় ওই নাবালিকার ঝুলন্ত দেহ। স্থানীয়রাই প্রথমে দেহটি দেখতে পায়। এরপর খবর দেওয়া হয় এলাকায়। এদিকে ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

আরও পড়ুনঃ Surgery: টানা ১০ মাস ধরে ফুসফুসে আটকে বাঁশি, অস্ত্রোপচারে বিরাট সাফল্যও পেল এসএসকেএম

পরিবার ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দাবি, ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, যারা এই ঘটনায় জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উপপ্রধান কাইসার আলম।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠিয়েছে। খুন না আত্মহত্যা তদন্ত শুরু করেছে পুলিশ।