শ্মশান বন্ধ করে বাউল কীর্তন, শীতের রাতে ফিরতে হল শ্মশান যাত্রীদের

0
43
kharda crematorium

খড়দহ: খড়দহ নাথুপাল শ্মশানঘাটে (crematorium) শ্মশান কালীপুজো। আর সেই উপলক্ষেই আয়োজন করা হয়েছে গান-বাজনা বাউল কীর্তনের। শ্মশানঘাটে গান বাজনার জেরে বন্ধ রাখা হয়েছে শবদাহ।  সমস্যায় মৃতদেহ সৎকার করতে আসা মানুষজন। ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা তুঙ্গে।

আরও পড়ুন : ‘সৌজন্য সাক্ষাৎ’ নাকি নয়া সমীকরণ, মমতা শুভেন্দুর সাক্ষাৎ নিয়ে জল্পনা তুঙ্গে

- Advertisement -

২ দিনের জ্বরে মৃত্যু হয়েছে অরূপ পুরকাইতের বাবার। প্রায় ১০ কিলোমিটার দুর থেকে পিতার সৎকার করতে এসেছেন খড়দহের নাথুপাল শ্মশানঘাটে। শীতের রাতে ১০ কিলোমিটার রাস্তা পার করে এসে দেখেন শ্মশান বন্ধ। হচ্ছে না সৎকার। কালীপুজো উপলক্ষে শ্মশানে হচ্ছে বাউল কীর্তন। আর তার জন্যই বন্ধ রাখা হয়েছে সৎকারের কাজ। ফলে শীতের রাতে বিপাকে পড়লেন এইরকম বহু মানুষ। উপ পুরপ্রধান সায়ন মজুমদার জানালেন পুরসভার কোন অনুমতি ছাড়াই শ্মশান বন্ধ করা হয়েছে। কার অনুমতি নিয়ে এই কাজটা শ্মশান কর্তৃপক্ষ করল তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি তাঁর দাবি, এই ধরনের কাজ খুবই অন্যায়। পাশাপাশি বিজেপি নেতা জয় সাহা বলেন, সাধারণ মানুষ মৃতদেহ দাহ করতে যাচ্ছে, তাঁরা দাহ করতে পারছেন না। ফিরে চলে যেতে হচ্ছে। শ্মশান বন্ধ করে মদ খাওয়া হচ্ছে, গান-বাজনা হচ্ছে।

আরও পড়ুন :অবৈধ নিয়োগ মামলায় এখনই CBI তদন্ত নয়

শ্মশান (crematorium) বন্ধ করে গান-বাজনা, সাধারণ মানুষের অসুবিধা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত এর আগে বাগডোগরায় শ্মশানের জমি দখল করার অভিযোগ ওঠে। শ্মশান ঘাট দখলের অভিযোগ তুলে ভাঙচুর চালান গ্রামবাসীরা। জানা গেছে ওই ঘাটে নিয়মিতভাবে কয়েক বছর ধরে হয়ে আসছে শেষকৃত্য। ঘাটের একপাশে হয় ছট পুজো ও দেহ সৎকারের কাজ। অভিযোগ দালাল ধরে ঘাটের একাংশের জমি দখল করে বাড়ি তৈরি করেছে এক পরিবার। এদিন ক্ষোভে বাড়িটি ভাঙচুর করেন স্থানীয়রা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ ও রানিডাঙ্গা আউটপোস্টের পুলিশ। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বাড়ির মালিক সহ পরিবার এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানা যায়।