সিপিএম নেতাকে অপহরণ করে মুক্তিপণের দাবি, কাঠগড়ায় তৃণমূল 

0
19

খাস ডেস্ক: সিপিএম নেতাকে অপহরণের পর মুক্তিপণের দাবি। দুষ্কৃতীদের মধ্যে মধ্যস্থতা করিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে চলতি মাসের ১ তারিখ। অভিযোগ, বাগদার পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেত্রী গোপা রায় স্থানীয় সিপিএম নেতা সজল ভদ্রকে দেখা করতে বলেন। সেখানে গেলে তৃণমূল নেত্রী তাঁর চারচাকা গাড়ি থেকে নেমে এক অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির সঙ্গে মোটরবাইকে করে চলে যান। কিছু সময় পর কয়েকজন এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বলপূর্বক গাড়িতে করে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তাঁকে আটকে রেখে মারধর করা হয় এবং ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। জানা যায় দুষ্কৃতীদের সঙ্গে মধ্যস্থতা করিয়েছেন তৃণমূল নেত্রী গোপা রায়। মুক্তিপণ থেকে ১০ লক্ষ টাকা তাঁর কাছে পাঠানোর কথা ছিল।

- Advertisement -

আরও পড়ুন: “ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই”, গণতন্ত্র নিয়ে বিদেশে রাহুল গান্ধীর মন্তব্যে প্রসঙ্গে সাফ উত্তর কংগ্রেস সভাপতির  

কয়েকদিন পর বাম নেতাকে উদ্ধার করা হয়। অভিযোগ জানানো হয় গোপালনগর থানায়। নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন: স্বস্তি, রেলে চাকরি দুর্নীতি মামলায় ৫০ হাজার টাকার বন্ডে জামিন পেলেন লালু, স্ত্রী রাবড়ি ও কন্যা মিসা