CPIM-Congress Alliance: আবারও হার, সেই মুর্শিদাবাদেই বাম-কংগ্রেস জোটের কাছে মুখ পুড়ল শাসকদলের

বার বার পরাজয়ে প্রশ্ন উঠছে তাহলে কি সংখ্যালঘুদের আস্থা হারাচ্ছে শাসকদল

0
100
left congress alliance

মুর্শিদাবাদ : সাগরদিঘির উপ-নির্বাচনের পর ফের বাম-কংগ্রেস জোটের (CPIM-Congress Alliance )কাছে ধরাশায়ী ঘাসফুল শিবির। মঙ্গলবার লালবাগ মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ছিল। এই নির্বাচনে বাম কংগ্রেসের জোট সম্পাদক ও সভাপতি পদে তৃণমূলকে হারিয়ে জয়লাভ করে।

আরও পড়ুন :Delhi Earthquake: ৪৫ সেকেন্ডে পরপর তিনবার কেঁপে উঠল দিল্লি, ফের ভূমিকম্প রাজধানীতে

- Advertisement -

রাজ্যে বিধানসভা উপ নির্বাচনে সাগরদিঘির ফল বেরনোর পর সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক নিয়ে সংশয়ে পড়েছে শাসকদল। পরাজয়ের কারণ নিয়ে তড়িঘড়ি শুরু হয়েছে ময়নাতদন্ত। পঞ্চায়েত ভোটের মুখে সপ্তাহে তিনটি করে জেলার নেতা কর্মীদের নিয়ে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা গুলিতে দলীয় সংগঠনের হালহকিকত খতিয়ে দেখাই এই বৈঠকের মূল উদ্দেশ্য তা এককথায় বলাবাহুল্য। গত রবিবার থেকে শুরু হয়েছে বৈঠক। আর সেই বৈঠকে হাতেখড়ি হল মুর্শিদাবাদকে দিয়েই। তার মাঝে আরও এক পরাজয়ের খবর। লালবাগ মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জিতল বাম-কংগ্রেস জোট। এদিন ২৫৪ জন ভোটদাতা আইনজীবীর মধ্যে ২১৬ জন ভোটদান করেন বলে জানা গেছে।

আরও পড়ুন :Baruipur Bridge: মাত্র ২ বছরেই ফিনিশ, ভোটের মুখে নতুন সেতু পেল কেশবপুর, জুড়বে ৭০ হাজার মানুষকে

আরও পড়ুন :Moloy Ghatak:  বার বার এড়িয়েছেন হাজিরা, এবার কি দিল্লিতে ইডির ডাকে সাড়া দেবেন মলয়

নির্বাচনী ফলাফল প্রকাশ হতেই দেখা যায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ৪১ ভোটে পরাজিত হয়েছেন বাম-কংগ্রেস জোট (CPIM-Congress Alliance ) কাছে  প্রার্থীদের কাছে। বাম-কংগ্রেস জোট প্রার্থী সম্পাদক পদে মহাম্মদ দেলোয়ার হোসেন ১২৩টি ভোট পেয়েছেন। অপরদিকে তৃণমূল কংগ্রেসের সম্পাদক পদের প্রার্থী মহম্মদ মনিরুজ্জামানের প্রাপ্ত ভোট ৮৪। পাশাপাশি অ্যাসোসিয়েশনের সভাপতি পদে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোশারফ হোসেনের প্রাপ্ত ভোট ৮৪, সেখানে বাম-কংগ্রেস জোট সমর্থিত সভাপতি সাইদুরজামান সরকার ইলিয়াসের প্রাপ্ত ভোট ১২৫। ৪১ ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হারিয়ে অ্যাসোসিয়েশনের সভাপতির পদের দখল নিজেদের কাছে রেখেছে বাম-কংগ্রেস জোট। প্রসঙ্গত, কিছুদিন আগেই ২২ হাজার ৯৮০ ভোটে সাগরদিঘিতে জিতেছেন বায়রন বিশ্বাস।