গোবরডাঙা: করোনার বেলাগাম সংক্রমণের জেরে নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর। রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন জেলার প্রশাসন সংক্রমণ নিয়ন্ত্রণে কড়া সিদ্ধান্ত নিচ্ছে। এবার সেই পথে হেঁটে বাজার বন্ধের সিদ্ধান্ত নিল গোবরডাঙা পুরসভা কর্তৃপক্ষ। এলাকার ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোবরডাঙার মুখ্য পৌর প্রশাসক তুষার কান্তি ঘোষ।
গোবরডাঙার মুখ্য পৌর প্রশাসক তুষার কান্তি ঘোষ জানিয়েছেন, প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার সম্পূর্ণ ভাবে বাজার-দোকান বন্ধ থাকবে। সপ্তাহের এই দুটো দিন জরুরী পরিষেবা ছাড়া অন্য কোনও দোকান খোলা থাকবেনা। সোমবার ও বৃহস্পতিবার করে সম্পূর্ণ বাজার এলাকা স্যানিটাইজেশনের কাজ চলছে।
করোনা সংক্রমণ রুখতে পুরসভা কঠোর পদক্ষেপ নিচ্ছে কিন্তু হুঁশ নেই সাধারণ মানুষের। এদিন সকালেও গোবরডাঙার বাজারে মাস্ক ছাড়া ঘুরতে দেখা যায়। ধরা পড়লেই অদ্ভুত অজুহাত শোনা যাচ্ছে তাদের মুখে। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, ওই এলাকায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৮ জন। যাদের মধ্যে ৪ জন গোবরডাঙা হাসপাতালে চিকিৎসাধীন।