হালিশহর: করোনা সংক্রমণ বাড়তে থাকায় রাজ্যে বিধিনিষেধ জারি করা হয়েছে। পুলিশ ও প্রশাসন সতর্কবার্তা প্রচার করছে। তবুও হুঁশ নেই কিছু মানুষের। বিনা মাস্কেই ঘুরছে রাস্তায়। এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিল হালিশহর পুরসভা। মাস্ক ছাড়া রাস্তায় ঘুরতে দেখা গেলেই করা হচ্ছে করা হচ্ছে করোনা পরীক্ষা।
বীজপুর থানার পুলিশ এবং হালিশহর পুরসভার যৌথ উদ্যোগে পুরসভার এক্সিকিউটিভ অফিসার বিশ্বনাথ পাল সহ অন্যান্য কর্মকর্তাদের তত্ত্বাবধানে আজ থেকে শুরু হল মোবাইল করোনা টেস্টিং পরিষেবা। এদিন হালিশহরের সরকার বাজারে এই পরিষেবা দেওয়া হয়। যারা মাস্ক না পড়ে ঘুরছিল তাদের ধরে ধরে মোবাইল করোনা টেস্ট ইউনিটে নিয়ে যাওয়া হয় এবং করোনা পরীক্ষা করা হয়। সকলের নাম, মোবাইল নম্বর, বাড়ির ঠিকানা নেওয়া হয়।
যাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে তাদের দ্রুত সেফ হোমেই পাঠিয়ে দেওয়া হয়। আগামী দিনেন কাউকে বিনা মাস্কে করোনা বিধি উপেক্ষা করে রাস্তায় দেখা গেলে মোটা অঙ্কের ফাইন করা হবে বলেও হুঁশিয়ারি দেয় প্রশাসন।