খাস ডেস্ক: ১৯৮১ সালের ৮ অগাস্ট ময়ূরেশ্বরের কোটগ্রামে ৯ যুবককে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল অতিরিক্ত জেলা দায়রা আদালত-১। এছাড়া মাথাপিছু ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে অতিরিক্ত একমাস জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
আদালত সূত্রের খবর, বাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় দোষী সাব্যস্তদের ৭ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে একমাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন বিচারক। তবে অতিরিক্ত জেলা দায়রা আদালত -১-এর এই নির্দেশের বিরোধিতায় উচ্চ আদালতে আবেদন করা যাবে। পাশাপাশি, প্রয়োজনে জেলা আইনি পরিষেবা সংস্থার কাছে থেকে বিনামূল্যে আইনজীবীর পাওয়া যাবে বলেও জানান বিচারক।
আদালত সূত্রের খবর, মাড়গ্রামের বাসিন্দা ওই ৯ যুবকের খুনের ঘটনায় কোটগ্রামের বাসিন্দা ৭২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সাক্ষীদের বক্তব্য শোনার পরে ১৩জনকে দোষী সাব্যস্ত করে অতিরিক্ত জেলা দায়রা আদালত-১।
সূত্রের খবর, মাড়গ্রামের থেকে একটি পরিবারের ৬জন যুবক এবং ওই গ্রামেরই আরও তিনজন যুবক কোটগ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে এসে গ্রামবাসীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। বিবাদ চরম আকার নিতে গ্রামবাসীরা ঘিরে ধরেন ওই ৯ যুবককে। ওঁরা একটি বাড়ির ভিতরে লুকিয়ে পড়ে চেষ্টা করলেও ওই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, ছেটানো হয় লঙ্কার গুঁড়োও। এরপর বাড়ি থেকে বের করে ওঁদের কুপিয়ে খুন করা হয়েছিল।
মৃতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে কোটগ্রামের বাসিন্দা ৭২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ ৪৩ বছর মামলা চলাকালীন একাধিক অভিযুক্তের মৃত্যু ঘটেছে, অনেকে সাক্ষী দিতে আসেননি। অবশেষে দোষী সাব্যস্ত হন ১৩ জন। এ দিন মামলার সাজা ঘোষণা করা হয়। সাজা শুনতে জেলা আদালতের সামনে উপচে পড়েছিল ভিড়।