
শ্যামনগর: কয়েকদিন ধরেই গৃহবধূকে হুমকি দেওয়ার অভিযোগ উঠছিল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। গৃহবধূর ঘরের জানলা দিয়ে প্রায়ই হুমকি লেখা চিঠি ছুঁড়ে দেওয়া হত। তবে এখানেই শেষ নয়, চরম সীমায় পৌঁছয় দুষ্কৃতিদের কার্যকলাপ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
আরও পড়ুন: বিপদ এড়াতে খাওয়ার আগে জলে ভিজিয়ে রাখা উচিৎ আম, নেপথ্যে একাধিক বৈজ্ঞানিক কারণ
জগদ্দলের শ্যামনগর নতুনগ্রামের বাসিন্দা সন্তু দাস পেশায় টোটো চালক। তাঁর অভিযোগ, রবিবার সকালে টোটো নিয়ে বেরিয়ে যাওয়ার পর তাঁর ঘরে আগুন লাগিয়ে দেয় কয়েকজন দুষ্কৃতী। সেইসময়ে ঘরে ছিলেন তাঁর স্ত্রী মৌমিতা দাস। আগুন দেখতে পেয়ে কোনওরকমে প্রাণ হাতে নিয়ে ঘর থেকে বেরন তিনি। আতঙ্কিত মৌমিতার দাবি, অনেকদিন ধরেই হুমকি দেওয়া চিঠি জানলা দিয়ে কেউ ফেলে যেত। এই ঘটনায় প্রতিবেশী কারোর জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। গত ১৮ এপ্রিল জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়। কিন্তু পুলিশ-প্রশাসন এ বিষয়ে সক্রিয় ভূমিকা গ্রহণ করেনি। এদিনের ঘটনার পর দম্পতি এতটাই ভয় পেয়েছেন যে তাঁরা বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার পরকিল্পনা করছেন।
আরও পড়ুন: শহরের বুকে এক টুকরো Egypt, জিভে জল আনা খাবারের অনবদ্য ঠিকানা এই ক্যাফে