
বর্ধমান: ঘড়ির কাঁটায় রাত ৮টা ৫ মিনিট৷ ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে ছুটে চলেছে গাড়ির পর গাড়ি৷ শক্তিগড়ের ল্যাংচা হাবেও ভিড়৷ সেখানেই রাস্তার ধারে পার্কিং লটে দাঁড়িয়েছিল সাদা চারচাকা একটি গাড়ি৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আচমকাই কলকাতামুখী লেনে থাকা একটি নীল রঙের গাড়ি থেকে ছুটে এলে পর পর একাধিক গুলি৷ তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাজু ঝা নামে এক কয়লা ব্যবসায়ী। গুলিবিদ্ধ হয়েছেন রাজুর সঙ্গী আরও একজন৷
পুরো ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য শক্তিগড়ে৷ ওয়াকিবহাল মহলের মতে, যেভাবে শক্তিগড়ের মতো জনবহুল জাতীয় সড়কে এদিন ভর সন্ধ্যায় গুলি চললো তাতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সত্যি ভাবার সময় এসে গিয়েছে৷ পুলিশ অবশ্য জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ শীঘ্রই অপরাধীদের গ্রেফতার করা হবে৷ সংশ্লিষ্ট নীল গাড়িটির খোঁজে ইতিমধ্যে জাতীয় সড়কের সিসিটিভি ফুটেজে নজর রাখছেন তদন্তকারীরা৷ নজরদারি চলছে চেকপোস্টগুলিতেও৷
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর: শক্তিগড়ের ল্যাংচা হাবে সাদা গাড়িটিতে চালকের পাশের আসনে বসেছিলেন কয়লা ব্যবসায়ী রাজু৷ গাড়ির কাঁচ ভেঙে একাধিক গুলি লাগে রাজুর দেহে৷ তৎক্ষণাৎ তাঁকে বর্ধমানের অনাময় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলেন ঘোষণা করেন৷ চিকিৎসা শুরু হয়েছে রাজুর সঙ্গীর৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যবসায়ীক লেনদেন সংক্রান্ত কারণ থেকেই আততায়ীরা রাজুকে গুলি করেছেন৷ ইতিমধ্যে সংশ্লিষ্ট নীল রঙের গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
আরও পড়ুন: স্মার্টফোন ভাল করে চালাতে জানেন না বিজেপি বিধায়ক