খাসডেস্ক: সকাল সকাল টিউশনি (TUTION) পড়তে যাচ্ছিল ক্লাস নাইনের পড়ুয়া সৌম্য শীল। বাড়ি থেকে অদুরেই ছিল টিউশনি সেন্টার। কিন্তু শেষপর্যন্ত সেখানে পৌঁছাতে পারল না সৌম্য। মহালয়ার সকালে ঘটে গেল মর্মান্তিক ঘটনা (ACCIDENT)। টিউশনি সেন্টারে যাওয়ার পথে পে লোডারে পিষ্ট হয়ে মৃত্যু হল নবম শ্রেণির পড়ুয়ার। বাঁশদ্রোণীর থানার অধীনে ১১৩ নং ওয়ার্ডে দীনেশ নগর অটোস্ট্যান্ডের কাছে টিউশনি পড়তে গিয়েছিল ওই পড়ুয়া।
আরও পড়ুন : এনসিপি নেতাকে নেওয়ার উদ্দেশেই টেকঅফ করে কপ্টারটি, মাঝপথে পড়ল ভেঙে
গঙ্গাপুরী শিক্ষা সদন স্কুলের পড়ুয়া ছিল ওই কিশোর। অভাবী ঘরের ছেলে সে। তার বাবা পেশায় একজন রিক্সাচালক। বাঁশদ্রোণীতেই বাড়ি কিশোরের। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, টিউশনি পড়তে যাওয়ার পথে পে লোডার আসতে দেখে, নারকেল গাছের পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়ে সৌম্য। আচমকা পে লোডারের ধাক্কায় মাটিতে ছিটকে পড়ে কিশোর। রক্তে ভেসে যায় গোটা চত্বর। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে ছাত্রের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ভাঙচুর করা হয় বুলডোজার, পেলোডার।
স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই রাস্তার অবস্থা বেহাল। প্রশানকে জানিয়েও কোন লাভ হচ্ছে না। সম্প্রতি রাস্তা সারাইয়ের কাজ চলছিল। রাস্তার ধারে পড়েছিল স্টোনচিপ, মাটি। এরফলে ওই রাস্তা আরও বেশি বিপদজ্জনক হয়ে ওঠে। স্থানীয়দের আরও অভিযোগ দুর্ঘটনা ঘটার ঘণ্টা দেড়েক পড়ে পুলিশ এসে পৌঁছায় ঘটনাস্থলে। পুলিশককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। দুর্ঘটনার (ACCIDENT) দায় কার, ওঠে স্লোগান, ওঠে প্রশ্ন।