আশিক এলাহী, দেগঙ্গা: রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ার হিসাবে কাজ করেন এই যুবক। মঙ্গলবার ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন সিভিক ভলেন্টিয়ার রিপন গোলদার। জানা গিয়েছে সেই সময়েই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এই দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে তাঁর। আরও জানা গিয়েছে, এই সিভিক ভলেন্টিয়ারের বয়স হয়েছিল ৩০।
খাস খবরের সূত্র মারফত জানা গিয়েছে, এই দুর্ঘটনাটি ঘটেছে দেগঙ্গার নূরনগর এলাকায়। স্থানীয় সূত্রে খবর মেলে, থানার ডিউটি সেরে মঙ্গলবার দুপুর ২টো ৩০ নাগাদ মোটরবাইক চেপে ফিরছিল রিপন। বারাসত বাইপাস রোডের উপর একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়।
এরপরেই স্থানীয়দের প্রচেষ্টায় তাকে বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই সেখানে চিকিৎসকেরা তাকে ভালোভাবে পর্যবেক্ষন করেন। চিকিৎসকরা পর্যবেক্ষনের পরে তাকে মৃত বলে ঘোষণা করেন।