খাসডেস্ক: সময়টা বদলে দেওয়া হল। সন্ধ্যে ৬ টার বদলে বিকেল ৫ টা। স্বাস্থ্যভবনের সামনে আন্দোলনরত চিকিৎসকদের বৃহস্পতিবার বিকেল ৫টায় বৈঠকে ডাকল নবান্ন। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হল কোন লাইভ টেলিকাস্ট নয়। সর্বাধিক ১৫ জন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে পারেন। নবান্নের (NABANNA) চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশের কথাও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ২০০ কোটির স্ক্যাম, অঙ্গ-প্রত্যঙ্গ পাচারে রমরমা ব্যবসা রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে, সিবিআই সূত্র
এরজেরে চাপানোতর বহাল থাকল দু-পক্ষের মাঝে। নবান্নের ডাকে কি সাড়া দেবেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা? উঠছে সেই প্রশ্ন। বৃহস্পতিবার আন্দোলনকারীদের উদ্দেশে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। চিঠিতে তিনি লিখেছেন, ‘‘রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার আপনাদের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত।“ সঙ্গে সঙ্গে নবান্নের কনফারেন্স হলে ওই বৈঠক হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: মাথা নেই, হাইওয়েতে পড়ে মহিলার নগ্ন দেহ, নারীর প্রতি নৃশংসতার আরও এক ছবি
বৈঠক চলাকালিন লাইভ টেলিকাস্ট না হলেও স্বচ্ছতা ধরে রাখার জন্য রেকর্ড করা হবে। জানানো হল চিঠিতে। বলাবাহুল্য মঙ্গলবার থেকে মোট ৬ দফা দাবি নিয়ে রাজ্যের স্বাস্থ্যভবনের সামনে ধর্নায় বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। নবান্ন ও চিকিৎসকদের মধ্যে বার বার চিঠি চালাচালি হলেও আদতে সমস্যার কোন সুরাহা হয়নি। একদিকে নবান্ন (NABANNA) থেকে যখন রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বার বার আলোচনার ডাক দেওয়া হচ্ছে, অন্যদিকে নিজেদের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। গত দু-দিন নবান্নে আলোচনার টেবিলে অপেক্ষা করার পর বাড়ি ফিরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আন্দোলনের সঙ্গে আন্দোলনের সঙ্গে রাজনীতি জড়িয়ে পড়ার অভিযোগ তুলেছেন।