আব্দুল ফারিদ, কালিয়াচক: জমি মাফিয়াদের বিরুদ্ধে যেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ঠিক তার উল্টো দিকেই মালদাহের কালিয়াচকে মধ্যবিত্ত এক পরিবারের ৩৫ কাঠা জমি জোর করে দখলের অভিযোগ উঠল তৃণমূল দলের গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী ও তাঁর দলবলের বিরুদ্ধে।
ইঁটভাটা তৈরির নাম করেই গৃহস্থের জমি রীতিমতো দাদাগিরি করে দখল করছে স্থানীয় জমি মাফিয়ারা৷ এমনটাই অভিযোগ উঠেছে৷ ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকায়। ইতিমধ্যে ওই জমির মালিক পোদ্দার পরিবার ভূমি রাজস্ব দফতর, কালিয়াচক থানা থেকে শুরু করে পুলিশ সুপার এবং জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। কিন্তু পুলিশ ও ভূমি রাজস্ব দফতর কোন সহযোগিতা না করায় অবশেষে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে অভিযোগ জানানোর দাবি করেছেন কালিয়াচকের পোদ্দার পরিবারের সদস্যরা।
এদিকে দলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসতেই রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলার সহ-সভাপতি শুভময় বসু জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে দল কোনভাবেই পাশে থাকবে না। উল্লেখ্য, কালিয়াচক থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা, প্রদীপ পোদ্দার, অমিত পোদ্দারের পরিবার ভবানীপুরে ২০২২ সালে ৩৫ কাটা জমি কিনে ছিলেন।
সেখানেই তাঁদের একটি কলকারখানা গড়ে তোলার পরিকল্পনা ছিল। কিন্তু কিছুদিন ধরেই পোদ্দার পরিবারের জমি জোর করে দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু জমি মাফিয়াদের বিরুদ্ধে। আর এই ঘটনায় তৃণমূল পরিচালিত রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী বরজাহা শেখ সহ মোট ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে চাননি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী। তবে তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে করা অভিযোগ ভিত্তিহীন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জমি দখলের অভিযোগ তৃণমূল প্রধানের স্বামীর বিরুদ্ধে তাই প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। মুখ্যমন্ত্রী যতই বলুক কটাক্ষ বিজেপির।
অভিযোগ প্রমাণিত হলে দল পাশে থাকবে না করা ব্যবস্থা নেওয়া হবে। পাল্টা দাবি তৃণমূলের। এদিকে চলতি সপ্তাহের গত মঙ্গলবার মালদহে প্রশাসনিক বৈঠকে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জমি দখলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তারপরও এই অবস্থা মালদহে জেলার একাধিক ব্লকে।