পলাশ নস্কর, সল্টলেক: মুখ্যমন্ত্রীর মাথার ঠিক নেই। মাননীয়া মুখ্যমন্ত্রীর শারীরিক ও মানসিক রোগের ডাক্তার দেখানো উচিত। বৃহস্পতিবার সকালে প্রচারে বেরিয়ে এই মন্তব্য করলেন বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত।
আজ বিধাননগর পুরনিগমের ২৮ নম্বর ওয়ার্ডের নয়াপট্টি এলাকায় নিজের ভোট প্রচার সারেন সব্যসাচী দত্ত। ড ঢাক-কাঁসায় সুসজ্জিত শোভাযাত্রাও বের করেন তিনি। স্থানীয় একটি মন্দিরে পুজোও দেন বিজেপি প্রার্থী। জেতার ব্যাপারে আশাবাদী সব্যসাচী বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপিতে যাবে বলে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন। এই আসনে বিজেপির জেতা স্রেফ সময়ের অপেক্ষা।
সব্যসাচী দত্ত বলেন, আমি বিধাননগরের স্থায়ী বাসিন্দা, অস্থায়ীও নই, পরিযায়ীও নই। মুখ্যমন্ত্রীর মাথার ঠিক নেই। মাননীয়া মুখ্যমন্ত্রীর শারীরিক ও মানসিক রোগের ডাক্তার দেখানো উচিত। ভোটের জন্য কোনও সম্প্রদায়কে আলাদা করে দেখা উচিত নয়।
এদিকে শীতলকুচিতে দিলীপ ঘোষের ওপর হামলা প্রসঙ্গে সব্যসাচী দত্ত বলেন, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস দিলীপদাকে টার্গেট করে নিয়েছে। দিলীপ ঘোষের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেসের দুরবস্থা হচ্ছে, সেই জন্য তৃণমূল দুষ্কৃতীদের ছেড়ে দিয়েছে দিলীপ ঘোষকে টার্গেট করার জন্য।