খাসডেস্ক: ১ লা অক্টোবরের আগে ১৭ ই সেপ্টেম্বর আরজি কর (r g kar) মামলা উঠেছিল দেশের শীর্ষ আদালতে। মামলার শুনানি চলাকালিন সিবিআইকে চিঠি দিয়েছিলেন তরুণী চিকিৎসকের বাবা। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন সিবিআইকে। সূত্রের খবর সেই চিঠি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই সিবিআই আধিকারিকরা বুধবার দুপুরে পৌঁছে যান নির্যাতিতা তরুণীর বাড়িতে। বেশ কিছুক্ষণ চলে কথাবার্তা।
আরও পড়ুন: স্বচ্ছ ভারত প্রকল্পের ১০ বছর পূর্তি, একনজরে প্রধানমন্ত্রীর বার্তা
সিবিআই (CBI) তদন্তভার হাতে নেওয়ার পর ১২ সেপ্টেম্বর নির্যাতিতার বাবা একটি চিঠি লেখেন। সূত্রের খবর, সেই চিঠিতে একাধিক বিষয়ের উল্লেখ করেছিলেন তিনি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও সেই চিঠি পড়ে মন্তব্য করেছিলেন, ‘নির্যাতিতার বাবার লেখা চিঠিতে এমন কিছু বিষয়ের উল্লেখ রয়েছে, যা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে।’ ইতিমধ্যেই চিঠির ভিত্তিতে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। একাধিক জনের বয়ান রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: স্বচ্ছ ভারত প্রকল্পের ১০ বছর পূর্তি, একনজরে প্রধানমন্ত্রীর বার্তা
আরজি করে (R G KAR) তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। একটানা ৪২ দিন কর্মবিরতি চালানোর পর ফের পূর্ণ কর্মবিরতিতে ফিরেছেন জুনিয়র চিকিৎসকরা। শহরে পথে মিছিল, প্রতিবাদ, স্লোগান। সেই ছোঁয়া লেগেছে মফ:স্বল, গ্রামে-গঞ্জেও। বিচার না পাওয়া পর্যন্ত নিজেদের সংকল্প থেকে একচুলও সরছেন না। ঠারে ঠারে বুঝিয়ে দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা।