খাসডেস্ক : সিসিটিভি ফুটেজে কয়েকজন সন্দেহভাজনের উপস্থিতি চোখে পড়েছে। ফরেন্সিক রিপোর্ট আসার পর কোর্টে সেই কথা জানিয়েছিল সিবিআই (CBI)। এবার আর জি করে ৯ ই অগাস্টের ঘটনায় সল্টলেকের এক হোটেল কর্মীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চাওয়া হয়েছে হোটেলের রেজিস্ট্রার ও সিসিটিভি ফুটেজ। হোটেল কর্মী সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন আশিস পাণ্ডে নামে এক ব্যক্তি ৯ ই অগাস্ট রাতে হোটেলে উঠেছিলেন।
আরও পড়ুন: ‘একটাও আঁচড় পড়লে…..’, সিবিআই দফতর থেকে বেড়িয়ে বললেন মীনাক্ষী
আরজি করের ঘটনায় ওই হোটেল কর্মীর কী ভূমিকা? জানা গিয়েছে আরজি করের এক হাউজস্টাফের সম্পর্কে খবরাখবর নিতেই এই তলব। আশিস পাণ্ডে আরজি করের একজন হাউজস্টাফ ও টিএমসিপি ইউনিটের সভাপতি। ৯ ই অগাস্ট রাতে ওই হোটেলে উঠেছিলেন আশিস। ১০ তারিখ হোটেল ছেড়ে দেন। ৯ তারিখ সকালে আরজি করের ঘটনা প্রকাশ্যে আসার পর তিনি সেখানে উপস্থিত ছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন।
আরও পড়ুন : শীর্ষ আদালতের নির্দেশে বড়সড় আর্থিক ক্ষতির সম্ভাবনা এয়ারটেল-ভোডাফোনের
আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান চিকিৎসক সুদীপ্ত রায়ের দুটি বাড়ি ও নার্সিংহোমে আগেই পৌঁছে গিয়েছিল ইডি (ED), সিবিআই (CBI)। বৃহস্পতিবার সিজিওতে চিকিৎসক নেতাকে ডেকে পাঠানো হয়। ঘটনার দিন তিনি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলেন। ইতিমধ্যেই সুদীপ্ত রায়ের কল ডিটেলস হাতে পেয়েছে সিবিআই। এর আগে এই কল রেকর্ডসের সূত্র ধরেই মেডিক্যাল কলেজের MSVP-কে তলব করা হয়েছিল। ক্যালকাটা হার্ট রিসার্চ ক্লিনিকেরও এক চিকিৎসককে তলব করা হয়েছিল। আর এই কল ডিটেলস থেকেই উঠে আসে আশিস পাণ্ডের নাম। আশিস পাণ্ডেকে ইতিমধ্যেই বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর বলা ঘটনাক্রম মিলিয়ে দেখার জন্যই হোটেল কর্মীকে তলব ও সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।