বারাসত: ভোট পরবর্তী হিংসা মামলায় ফের সক্রিয় সিবিআই৷ মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তিন সদস্যের প্রতিনিধি দল পৌঁছাল বারাসতের চন্দনপুর এলাকায়৷ গত ডিসেম্বরে এই গ্রামে মারা গিয়েছিলেন বিজেপি কর্মী মোহাম্মদ আলী৷ এদিন নিহত বিজেপি কর্মীর পরিজনদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা৷
বিধানসভা ভোট মিটে যাওয়ার পর গত বছরের ২৫ জুন তৃণমূলী হামলায় গুরুতর আহত হন মোহাম্মদ আলি নামে ওই বিজেপি কর্মী। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৬ অগাস্ট কলকাতার আরজিকর হাসপাতালে মৃত্যু হয় তার। প্রথম থেকেই পরিবারের অভিযোগ ছিল, মোহাম্মদ আলিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পিটিয়ে খুন করেছে।
এরপর ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্ত ভার গ্রহণ করার পর এই ঘটনায় খুনের মামলা রুজু করে সিবিআই। মঙ্গলবার দুপুরে এই মামলার তদন্ত করতে ফের বারাসাতের চন্দনপুরে নিহত বিজেপি কর্মীর বাড়িতে আসেন সিবিআইয়ের তিনজনের প্রতিনিধিদল। মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা৷
এদিকে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী আকাশ যাদব খুনের ঘটনায় অভিযুক্ত দু’ জন সহ মোট পাঁচ জন দুষ্কৃতিকে মঙ্গলবার ভোর রাতে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, এদিন ভোর রাতে মেঘনা ঘাটের কাছে ডাকাতির উদ্দেশ্যে জড় হয়েছিল দুষ্কৃতীরা ধৃতরা হল- সাহিল ওরফে মুগলি, সাগর রবিদাস ওরফে রাজা, সাগর কুমার সাউ, রনজিত পান্ডে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ওয়ান শার্টার বন্দুক সহ কার্তুজ, ভোজালি।
পুলিশে কাছে খবর ছিল ডাকাতি করার উদ্দেশ্যে কিছু দুষ্কৃতি জড় হয়েছে মেঘনা ঘাটে৷ এরপর বিশাল পুলিশ বাহিনী সেখানে হানা দিয়ে পাঁচজনকে ধরে ফেলে৷ এরপর পুলিশ জানতে পারে যে ধৃত দুষ্কৃতীদের মধ্যে সাহিল ও সাগর দু’জনই বিজেপি কর্মী খুনের ঘটনার অভিযুক্ত এবং তাদের বিরুদ্ধে ইতি মধ্যেই হুলিয়া জারি করা হয়েছে। আজ প্রত্যেককে ব্যারাকপুর মহাকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ধৃতদের নিজেদের নিতে পারে সিবিআই৷
আরও পড়ুন: কয়লা কাণ্ডে ইডির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল Calcutta High Court