খাসডেস্ক: আর জি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের নার্কো টেস্টের অনুমতি চাইল সিবিআই (CBI)। পলিগ্রাফ টেস্ট আগেই হয়েছিল। এবার ধৃত সঞ্জয় রায়ের (SANJAY RAI) নার্কো টেস্টের জন্য আলিপুর বিশেষ আদালতে আবেদন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের তদন্তে এটা বড় মোড় হতে পারে বলে মনে করছেন অনেকেই।
আরও পড়ুন: ‘লেডি ম্যাকবেথ’কে ‘শায়েস্তা’ করার দাওয়াই রাজ্যপালের, পাল্টা কড়া প্রতিক্রিয়া কুনালের
তরুণী খুনে এখনও পর্যন্ত প্রকৃত ঘটনাস্থল নিয়ে সংশয় রয়েছে তদন্তকারী আধিকারিকদের। তদন্তভার হাতে নেওয়ার পর থেকেই আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, একাধিক জুনিয়র ডাক্তার-সহ ১০০ জনেরও বেশি লোকের বয়ান সংগ্রহ করেছেন তদন্তকারীরা পলিগ্রাফ টেস্ট হয়েছে সঞ্জয়, সন্দীপ সহ ৮ জনের। বৃহস্পতিবারই প্রেসিডেন্সি জেলে গিয়ে সঞ্জয়ের টিথ ইম্প্রেশন সংগ্রহ করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। নির্যাতিতার গালে যে কামড়ের দাগ পাওয়া গিয়েছে, তা সঞ্জয়ের কিনা নিশ্চিত হওয়ার জন্যই নমুনা পরীক্ষা করতে চায় সিবিআই।
আরও পড়ুন: অচলাবস্থা কাটাতে রাষ্ট্রপতির দ্বারস্থ! বৈঠক ভেস্তে যাওয়ার পর নয়া উদ্যোগ জুনিয়র চিকিৎসকদের
তদন্ত সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন সঞ্জয় রায় (SANJAY RAI) গিয়েছিলেন উত্তর ও দক্ষিণ কলকাতার দুটি যৌনপল্লীতে। এরপর কয়েক ঘণ্টা সেখানে সময় কাটানোর পর ভোর চারটের কিছু সময় আগে চলে আসে আর জি করে। সোজা চলে যায় সেমিনার রুমে। সেখানে তরুণী চিকিৎসককে দেখা মাত্রই তার উপর অত্যাচার শুরু করে। প্রথমে ধর্ষণ ও পরে খুন। সঞ্জয় কার্যত স্বীকার করে নিয়েছেন সেই কথা। এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে আর জি কর ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। ১ মাস প্রায় হতে চলল। সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। এদিকে ৬ দফা নিয়ে স্বাস্থ্যভবনের সামনে ধর্নায় জুনিয়র চিকিৎসকরা। তি তিনবার নবান্নে আলোচনার উদ্যোগ নেওয়া হলেও ব্যর্থ হয়েছে প্রতিবারই।