মিলন পণ্ডা, কোলাঘাট: উদ্ধার ৩০০ কেজি গাজা৷ গ্রেফতার গাড়ির চালক৷ ঘটনাস্থল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট৷ ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত আছে তা তদন্ত করে দেখছে কোলাঘাট বিট হাউস থানার পুলিশ৷
জানা গিয়েছে, নাকা চেকিং চালানোর সময় কার্যত চক্ষু চড়ক গাছ পুলিশের। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিট হাউস থানার তরফ থেকে নাকা চেকিং চালানো হচ্ছিল। আর সেখানেই উদ্ধার হয় বিপুল পরিমান গাজা৷ প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার করেছে কোলাঘাট বিট হাউস থানার পুলিশ।
পুলিশের নাকা চেকিং চলার সময় আচমকা একটি পণ্য বোঝাই গাড়ি নজর এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করে। সেই সময় পুলিশের সন্দেহ হওয়ায় ওই গাড়ির পিছনে ধাওয়া করে। এরপর পুলিশ গাড়িটিকে আটক করে ৩০০ কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ গাড়ির চালক মিলন মণ্ডলকে ইতিমধ্যে গ্রেফতার করেছে।
পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, দেউলিয়া ফুলের বাজার থেকে গাঁজা নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা জানার জন্য তদন্ত চলছে বলে জানিয়েছেন তমলুক মহাকুমার পুলিশ সুপার আফজল আকবর।