
মালদহ: মঙ্গলবার জেলা সফরে মালদহে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে আসার পথেই ভয়াবহ দুর্ঘটনা। নয়ানজুলিতে সরকারি বাস উল্টে প্রাণ হারালেন দুজন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। ঘটনাস্থল মালদহ।
আরও পড়ুন: বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে চলবে হাইড্রোজেনচালিত ট্রেন, লাভবান হবে বাংলা
মঙ্গলবার মালদহের গাজোল মাঠের সভা থেকে বিশেষ প্রকল্পের নাম ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জমির পাট্টা দেওয়ার কথা রয়েছে। জানা গিয়েছে, সোমবার অনুষ্ঠান মঞ্চ ব্যবহার করে প্রশিক্ষণের পর অতিথিশালায় নিয়ে যাওয়া হয় মহিলাদের। সেখান থেকেই বাসে করে গাজোলের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছিলেন প্রায় ৫০ জন যাত্রী। মাঝপথে ঘটে যায় দুর্ঘটনা।
তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত দুজন মহিলার মৃত্যুর খবর সামনে এসেছে। ঘটনাস্থলে গিয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওভারটেক করতে গিয়েই নয়ানজুলিতে উল্টে যায় যাত্রীবাহী বাসটি।
আরও পড়ুন: “চেষ্টা করেও আমাকে ধরতে পারবি না”, চুরি করে ভার্চুয়াল নম্বর থেকে মেসেজ টেকস্যাভি চোরের