জলপাইগুড়ি: বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশত্যাগী হওয়ার পর থেকেই ব্যাপক নৈরাজ্য ছড়িয়ে পড়েছে বাংলাদেশজুড়ে। সেই সঙ্গে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চলছে৷ জলপাইগুড়ির মানিকগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা হয়। সেখানে প্রায় ১২০০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটকাল বিএসএফ।
কাঁটাতার না থাকায় চিলডাঙা গ্রামে জিরো পয়েন্টে ঢোকার চেষ্টা করা হচ্ছিল। সীমান্ত পেরনোর আগেই অনুপ্রবেশকারীদের আটকে দেয় বিএসএফ। অনুপ্রবেশ রুখতে গ্রামে গ্রামে গিয়ে সতর্ক করছে বিএসএফ৷ বিএসএফ-এর ৯২ ব্যাটেলিয়ানের কমান্ডার গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেছেন। সচেতন করেছেন। সবদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। নতুনলোক দেখলে কথা বলার পরামর্শ দিয়েছিলেন। যাতে অনুপ্রবেশকারীদের চেনা যায়।
হাসিনা দেশ ছাড়ার পর আরও অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। একেবারে কোণঠাসা সেখানের সংখ্যালঘু সম্প্রদায়। ভাঙা হচ্ছে গাড়ি, বাড়ি, পুড়িয়ে দেওয়া হচ্ছে মন্দির। এক কথায় আতঙ্কের পরিবেশ দেশজুড়ে। এই আবহেই বহু বাংলাদেশী ভারতে আসতে চাইছেন।
ঠিক এই এই কারনেই ভারত-বাংলাদেশ সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এর মধ্যে সামনে এল ভয়ানক খবর। বিএসএফের কাছে এসেছে ১৫ জনের তালিকা যারা ভারতে অনুপ্রবেশ করতে পারেন। চমকের ব্যাপার হল এদের মধ্যেই জঙ্গি। যারা ভারতের প্রবেশের চেষ্টা করছে।
দিন-রাত এক করে বাংলাদেশ সীমান্তে টহল দিচ্ছে বিএসএফ-এর জওয়ানরা। রাতে জলেও চলছে নজরদারি। পরিস্থিতির উপর নজর রেখেছে পশ্চিমবঙ্গ সরকারও।মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব,স্বরাষ্ট্র সচিব এবং ডিজিকে নিয়ে নবান্নে এক উচ্চপর্য়াযের বৈঠক করেছেন।
সূত্রের খবর,নবান্ন সোমবার ডিআইজি এবং তার উচ্চস্তরের পদমর্যাদার অফিসারদের সীমান্তবর্তী এলাকার থানাগুলিতে যাওয়ার নির্দেশ দিয়েছিল। সীমান্ত বিএসএফ-এর হাতে থাকলেও যেহেতু বাংলার সঙ্গে বাংলাদেশ অনেকেটাই সীমান্ত শেয়ার করে তাই পশ্চিমবঙ্গ সরকার পুলিশকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।