মালদহ: আরজিকর কাণ্ড নিয়ে বর্তমানে বিক্ষোভে সামিল গোটা দেশ। এর মধ্যেই বারবার সামনে আসছে মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলিতে বিভিন্ন রকম পাচার চক্ররের ঘটনা। এই রকমই এক ঘটনা এবার ঘটল মালদহ মেডিক্যাল কলেজে। রক্ত পাচার চক্রে গ্রেফতার দুই ব্যক্তি।
সূত্রের খবর, মালদহ (Malda) মেডিক্যাল কলেজে মোটা টাকার বিনিময়ে চলছে রক্ত বিক্রির ঘটনা। মেডিক্যাল কলেজের (Medical College) ব্লাড ব্যাঙ্কে রোগীর আত্মীয়রা গেলে পাচ্ছেন না রক্ত। মোটা টাকার বিনিময়ে রক্ত বিক্রি করছে পাচারকারীরা। পুলিশের কাছে রক্ত পাচার চক্রের এই খবর আগে থেকে থাকলেও, তার যথার্থ প্রমাণের অপেক্ষায় ছিল পুলিশ (Police)। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাঙ্কের রক্ত পাচার চক্রীদের হাতেনাতে ধরে ফেলেন।
ইতিমধ্যেই ধৃত ২ ব্যক্তিকে পুলিশ (Police) গ্রেফতার করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ২ ব্যক্তির নাম মহম্মদ আলিম শেখ এবং খুদু দাস। আলিমের বাড়ি ইংরেজ বাজার থানার বটতলী এলাকায়। আর একজনের বাড়ি পুরাতন মালদার সাহাপুরের ছাতিয়ান মোড় এলাকায়। এই ঘটনার জানার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা হাসপাতাল চত্বরে।
আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল গোটা দেশ। এই সময় মেডিক্যাল কলেজে (Medical College) রক্ত পাচার চক্রের কাণ্ড সামনে আসায় প্রশ্ন উঠছে হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারি নিয়ে। কীভাবে হাসপাতালের ভিতরে মোটা টাকার বিনিময়ে রক্ত পাচার চলিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।