
তিমিরকান্তি পতি, বাঁকুড়া: ‘রবি মাসে’ রবিবাসরীয় সন্ধ্যায় অভিনব উদ্যোগ ‘পথের পাঁচালী’ বাঁকুড়ার। এই সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বাঁকুড়া জেলা পরিষদের অডিটোরিয়াম প্রাঙ্গন রবির সন্ধ্যেয় কিছুক্ষণের জন্য হলেও রঙে রঙে রঙীন হয়ে উঠলো।
এক দিকে মঞ্চে যখন ‘পথের পাঁচালী’র সদস্যরা নাচে, গানে, কথায়, কবিতায় সাংস্কৃতিক মঞ্চে ঝড় তুলছেন, ঠিক তখন অন্যদিকে জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে চলছে সান্ধ্যকালীন রক্তদান শিবির। আর এই সুযোগে সাংস্কৃতিক অনুষ্ঠান আর রক্তদান শিবির ঘিরে মিলেমিশে একাকার হয়ে গেলেন সকলে। এমনকি এই অনুষ্ঠানের শুরুতেও ছিল চমক। কোন প্রথিতযশা ব্যক্তিত্বকে দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন নয়, ‘পথের পাঁচালী’র এক ক্ষুদে সদস্য ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করলো। যা আয়োজকদের ব্যতিক্রমী ভাবনার প্রকাশ বলেই উপস্থিত অনেকেই মনে করছেন৷
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন এই শিবিরে মোট ১০৫ জন রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য৷ রক্ত সংগ্রহ করতে অনুষ্ঠানস্থলে হাজির হয়েছিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মীরা। উদ্যোক্তাদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে চিকিৎসকেরা জানান, গ্রীষ্মকালে রক্তের প্রচণ্ড চাহিদা থাকে৷ প্রায় প্রতিটি হাসপাতালেই চলে রক্তের সঙ্কট৷ তাই ‘পথের পাঁচালী’র এমন উদ্যোগ প্রশংসনীয়৷ এভাবেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এলে ভাল হয়৷
আরও পড়ুন: Horoscope Today : বহুদিনের সুপ্ত ইচ্ছা পূরণ কর্কট রাশির জাতকদের, আপনার…
আরও পড়ুন: হাইড্রেনের ঢাকনা সরাতেই ভেসে উঠল পচাগলা মৃতদেহ, এলাকায় আতঙ্ক