
তুফানগঞ্জ: রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির (akhil giri) মন্তব্যে ব্যাপক শোরগোল শুরু হয়েছে বাংলার রাজনীতির মঞ্চে। রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তুফানগঞ্জের ১ নম্বর ব্লকের মারুগঞ্জ বাজার এলাকায় বিজেপি প্রতিবাদ মিছিল। গেরুয়া শিবিরের পাল্টা মিছিল তৃণমূলের।
আরও পড়ুন :নিউটাউনে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত অ্যাপ-বাইক চালক, আশঙ্কাজনক আরোহী
রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য। আর তাতেই তেতে উঠেছে গোটা বাংলার রাজনীতি। দল ও সরকার উভয়স্তরে মন্ত্রীর পদ নিয়ে চলছে দারুণ টানাপোড়েন। একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি, সিপিএম, কংগ্রেস। রবিবার তুফানগঞ্জে অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে বিশাল মিছিল আয়োজন বিজেপির (bjp rally)। পাল্টা মিছিলের পথে হাঁটল তৃণমূল। উত্তেজনার আঁচ পেয়ে আগে থেকেই প্রস্তুত প্রশাসন। নামান হল কমব্যাট ফোরস।
আরও পড়ুন :সবাইকে চুপ করিয়েছেন ‘ডাকাতরানী’, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সেলিমের
আরও পড়ুন :সবাইকে চুপ করিয়েছেন ‘ডাকাতরানী’, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সেলিমের
বিজেপির (bjp) অভিযোগ পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে বিজেপির পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হলেও তৃণমূল কংগ্রেস কর্মীরা জমায়েত করে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি করে। বিজেপির রাজ্য সহ-সভাপতি তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বলেন, কারামন্ত্রী অখিল গিরি (akhil giri) দেশের রাষ্ট্রপতিকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন তা কখনোই মেনে নেওয়া যায় না। তাঁর এই মন্তব্যের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। পুলিশ প্রশাসনের অনুমতি নিয়েই এই মিছিলের আয়োজন করা হয়। কিন্তু তৃণমূল কংগ্রেস (tmc) কর্মীরা মিছিলে বাধা দেওয়ার জন্য জমায়েত হয়ে একটা উত্তেজনার পরিবেশ তৈরি করে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মারুগঞ্জ অঞ্চলের অঞ্চল সহ-সভাপতি রাজেশ তন্ত্রীর অভিযোগ নির্বাচনের পর এলাকার বিধায়ককে এলাকায় দেখা যায়নি। বিজেপির নেতৃত্বরা বাইরের থেকে লোক নিয়ে এসেই এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তাই তৃণমূল কংগ্রেস কর্মীরা এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি করার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে।