
বাঁকুড়া: তিলজলাকাণ্ডকে (Tiljala Murder Case) কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি। রাজপথে পুলিশের গাড়িতেই, বাইকে আগুন লাগিয়ে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তরফে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ করা হলেও সুবিধে কিছু হয়নি। এবার এই ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
সোমবার বিষ্ণুপুর সাংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠানো চিঠিতে বিজেপি সাংসদ জানিয়েছেন, ‘তিলজলায় সাত বছরের নাবালিকাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। কলকাতা পুলিশে প্রথমে অভিযোগ নিতে চায়নি।’ এমনকি সময় নষ্টের পর তল্লাশি শুরু করে নাবালিকার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হওয়ার পরও কলকাতা পুলিশ’ ঘটনাটিকে ধামাচাপা দিতে চায় বলেও অভিযোগ করেছেন। মূলত তিলজলাকাণ্ডে রাজ্য সরকার এবং কলকাতা পুলিশের ব্যর্থতাকেই তুলে ধরেছেন তিনি।
তিলজলাকাণ্ডে এক সাত বছরের নাবালিকা খুনে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বস্তাবন্দী অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, শিশুর মাথা, কান, শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। অভিযুক্ত অলোক কুমারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, স্ত্রীয়ের গর্ভপাত এড়াতে তান্ত্রিকের কথায় শিশু খুন করেছে বলেই জেরায় স্বীকার করেছে ধৃত। আরও জানা গিয়েছে, ময়নাতদন্তে যৌন নিগ্রহের প্রমাণ মিলেছে। রিপোর্টে উল্লেখ রয়েছে, মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
আরও পড়ুন: Chopra Accident: নিয়ন্ত্রণ হারিয়ে সটান গিয়ে পড়ল খালে, নিজের ট্রাক্টরের নীচে চাপা পড়ে মৃত্যু চালকের