কাঁথি: সামনেই পুরভোট। এখনও ঘোষণা হয়নি ভোটের দিনক্ষণ। তার আগেই উত্তপ্ত হয়ে উঠল কাঁথি পুরসভা ২ নং ওয়ার্ড। দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুনঃ UP Election: প্রার্থী তালিকায় অপরাধ জগত, নির্বাচনের আগে সমালোচনার মুখে অখিলেশের দল
বৃহস্পতিবার সকালে পদ্মফুল পতীক দিয়ে দেওয়াল লিখন করতে শুরু করেন কাঁথি পুরসভা ২ নং ওয়ার্ডের বিজেপি নেতা রুপম মাইতি। তখনই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দাসের নেতৃত্বে হার্মাদ বাহিনি এসে হামলা চালায় বিজেপি নেতার উপর। কাঠের বাটাম ও লোহার রড দিয়ে প্রাণঘাতী হামলা চালানো হয় তাঁর ওপর। প্রকাশ্যে দিনের আলোয় বিজেপি নেতার উপর হামলার ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এলে ওই বিজেপি নেতাকে ছেড়ে দেয় দুষ্কৃতীরা।
আরও পড়ুনঃ Liquor : সুরাপ্রেমীদের জন্য সুখবর, কমল মদ্যপানের আইনি বয়স এবং Dry Day-র সংখ্যা
স্থানীয়দের তৎপরতায় রক্তাক্ত জখম হয় বিজেপি নেতাকে উদ্ধার করে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহা সহ বিজেপি নেতৃত্বরা। আশঙ্কাজনক অবস্থায় ওই বিজেপি নেতা তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জখম বিজেপি নেতা রূপম মাইতি বলেন, “দেওয়াল লিখনের সময় তৃণমূলের হার্মাদ অভিজিৎ দাস ও স্বপন পণ্ডা সহ বেশ কয়েকজন এসে আমার উপর চড়াও হয়। তাদের কাছে থাকা কাঠের বাটাম ও লোহার রড দিয়ে হামলা চালায়। এবং বলতে থাকে, তোকে কতবার বলেছি বিজেপি করতে না। তারপরেও বিজেপি করছিস।”
উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহা বলেন, “পুরসভা নির্বাচন উপলক্ষে রুপম বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে দেওয়াল লিখনের কাজ শুরু করছিল। তখনই কিছু তৃণমূলের দুষ্কৃতিকারীরা এসে লোহার রড ও কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারধর করে তাঁকে। ওই বিজেপি নেতাকে উদ্ধার করে তমলুক হাসপাতালে পাঠানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশকে জানানোর পরও পুলিশ আসেনি। এমনকি, থানায় অভিযোগ জানালে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করেছে। আইনজীবী মারফত অনলাইনে অভিযোগ করা হবে।”
যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্বরা। কাঁথি পৌরসভা ২ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দাস বলেন, “এই ঘটনার সঙ্গে কোনওভাবেই তার দল বা তিনি যুক্ত নয়। বিজেপি গোষ্ঠী কোন্দলের কারণেই এই ঘটনা। আদি ও নব্য বিজেপিরা মিলে এই ঘটনা ঘটিয়েছে। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার কারণেই আমার উপর মিথ্যা অভিযোগ চাপানো হচ্ছে। এইভাবে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বিজেপি।”
কাঁথি মহাকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন, “এখনও পর্ষন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।” যদিও আর বেশি মন্তব্য করতে রাজি হয়নি তিনি